সময় টিভির লোগোযুক্ত ফটোকার্ডে প্রধানমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, প্রধানমন্ত্রী এমন মন্তব্যের খবর কোন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত করে লেখা তিনি বলেছেন, যারা ফেইসবুকে তার বিরোধিতা করে, তারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে রিমান্ডে নিয়ে হাড়গোড় ভাঙা হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ জানুয়ারি 'সিলেট জেলা যুবদল ৮ নং ওয়ার্ড' নামে একটি ফেসবুক পেজে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, "“যারা ফেইসবুকে আমার বিরোধিতা করে, তারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে রিমান্ডে নিয়ে হাড়গুঁড় ভাঙা হবে” :শেখ হাসিনা। ধিক্কার জানাই ও নিন্দা জানাই একজন প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছে।" এছাড়াও, ওই ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "“যারা ফেইসবুকে আমার বিরোধিতা করে, তারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে রিমান্ডে নিয়ে হাড়গুঁড় ভাঙা হবে” :শেখ হাসিনা।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচ্য মন্তব্য করার কোনো তথ্য বা সংবাদ সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশের অন্যান্য সংবাদমাধ্যমেও প্রধানমন্ত্রীর আলোচ্য মন্তব্য নিয়ে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
আলোচ্য পোস্টে ব্যবহৃত প্রধানমন্ত্রীর ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে গত ১০ জানুয়ারি "ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিয়েছি: শেখ হাসিনা | PM Sheikh Hasina | Awami League | Politics" শিরোনামে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওইদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জানুয়ারির সমাবেশের ওই ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোশাক এবং আলোচ্য ফটোকার্ডের ছবিতে প্রধানমন্ত্রীর পোশাক অভিন্ন। তবে, সম্পূর্ণ ভিডিওটি দেখেও ভিডিওর কোনো অংশে প্রধানমন্ত্রীকে আলোচ্য বক্তব্য রাখতে দেখা যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ওই একই দিনে অর্থাৎ, ১০ জানুয়ারি "কেউ বলতে পারবে না দিনের ভোট রাতে হয়েছে: শেখ হাসিনা | PM Sheikh Hasina | Awami League | Politics" শিরোনামে আরেকটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিও একই দিনে ধারণকৃত। তবে, ওই ভিডিওটি পর্যবেক্ষণ করেও প্রধানমন্ত্রীকে আলোচ্য কথা বলতে দেখা যায়নি।
এদিকে, সময় টিভির ফেসবুক পেজ 'সময় সংবাদ'-এ সার্চ করে গত ১০ জানুয়ারি বিকাল ৪টা ২১ মিনিটে একটি ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। ওই ফটোকার্ডে লেখা রয়েছে, "সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা"। পোস্টটি দেখুন--
একই দিন অর্থাৎ ১০ জানুয়ারি করা আরেকটি ফেসবুক পোস্টে আরেকটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। "বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা" ক্যাপশনের ওই পোস্টের ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, এখন গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে: শেখ হাসিনা"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ওই একই দিনে একই পেজে আরেকটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "এবারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই: শেখ হাসিনা"। ফেসবুক পোস্টটি দেখুন--
তবে, সময় টিভির ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে আলোচ্য বক্তব্য সংযুক্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, সময় টিভির নিজস্ব আরেকটি ভেরিফায়েড ফেসবুক পেজেও আলোচ্য ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভি ছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রধানমন্ত্রীর আলোচ্য মন্তব্য নিয়ে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, সময় টিভির লোগোযুক্ত আলোচ্য ফটোকার্ডটি ছড়িয়ে পড়লে ফটোকার্ডটি সময় টিভির বানানো কিনা জানতে সময় টিভির সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। সময় টিভি অনলাইনের সম্পাদক মাহফুজুর রহমান আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেন।
অর্থাৎ সময় টিভির লোগো ব্যবহার করে প্রধানমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য জুড়ে দিয়ে বানোয়াট ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।