রণবীর-দীপিকা ও তাদের মেয়ে দাবিতে প্রচারিত ছবিগুলো এআই জেনারেটেড
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিগুলো বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে বলিউডের তারকা দম্পতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ও তাদের মেয়ের ছবি পোস্ট করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৬ ডিসেম্বর ‘Mousumi Fan Club’ নামক পেজ থেকে দুইটি ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “রনবীর - দিপীকার মেয়ে”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিগুলো বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।
আলোচ্য পোস্টে সংযুক্ত ছবি দুইটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ছবি দুটি এক্স এর এআই সার্ভিস 'xAI' এর চ্যাটবট সার্ভিস 'গ্রক' দিয়ে তৈরি। এমনকি পোস্টটির থ্রেডেও পোস্টদাতা ছবি দুইটি এআই দ্বারা তৈরি বলে উল্লেখ করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে এআই ছবি সনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবি দুইটি যাচাই করলে টুলটি ছবি দুইটিকে এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
এছড়া এআই ছবি সনাক্তের আরেক টুল 'সাইট ইঞ্জিন' ব্যবহার করে ছবি দুইটি যাচাই করলে টুলটি ছবি দুইটিকে এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে।
পাশাপাশি, তৃতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম 'ইন্ডিয়া টাইমস'-এ গত ২৭ ডিসেম্বর হালনাগাদকৃত আলোচ্য ছবিসহ একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ছবিটিকে এআই দ্বারা তৈরি ছবি বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে সংযুক্ত আলোচ্য ছবিটি সহ একটি ইনস্টাগ্রাম পোস্ট লিংকও পাওয়া যায়। লিংকে প্রবেশ করে দেখা যায় আলোচ্য ছবিটি সহ সমজাতীয় আরো অনেকগুলো ছবি যুক্ত করা হয়েছে পোস্টটিতে। সবগুলো ছবির নিচের ডান পাশের নিচের দিকে 'গ্রক' এর লোগো ও নাম উল্লেখ করা রয়েছে। দেখুন--
পূর্বেই উল্লেখ করা হয়েছে, এক্স এর এআই সার্ভিস 'xAI' এর চ্যাটবট সার্ভিস 'গ্রক' যা কমান্ডের মাধ্যমে ছবিও তৈরি করতে পারে। পরীক্ষামূলকভাবে একটি ছবি তৈরি করেও একইভাবে ছবির ডান পাশের নিচের দিকে 'গ্রক' এর লোগো ও নাম উল্লেখ পাওয়া গেছে।
‘গ্রক’ এর মাধ্যমে ছবি তৈরি করলে দেখা যাচ্ছে সাধারণত ছবির ডান পাশের নিচের দিকে 'গ্রক' এর লোগো ও নাম উল্লেখ থাকে। সামাজিক মাধ্যমে প্রচারিত এই ছবিগুলোতেও (১, ২) 'গ্রক' এর লোগো ও নাম পাওয়া গেছে। সুতরাং এই ছবিগুলোও 'গ্রক' তথা এআই প্রযুক্তিতে তৈরি।
অর্থাৎ আলোচ্য সবগুলো ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য রণবীর সিং-দীপিকা পাড়ুকোন দম্পতির প্রথম সন্তানের (কন্যা) নাম দুয়া। দৈনিক আনন্দবাজারের গত ২৯ ডিসেম্বর হালনাগাদকৃত এক প্রতিবেদনে বলা হয়েছে, 'কন্যা দুয়ার সঙ্গে মুম্বাইয়ের ছবি-শিকারিদের পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা ও রণবীর। তবে সেখানে শর্ত ছিল, কোনোভাবেই দুয়ার ছবি তোলা যাবে না। কথা রেখেছেন ছবি শিকারিরাও।'
সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে; যা বিভ্রান্তিকর।