ভারতীয় শিশুকে বাংলাদেশি দাবি করে আর্থিক সাহায্যের ভুয়া আবেদন
বুম বাংলাদেশ দেখেছে, মমতা নামের ভারতীয় এক শিশুর ছবিকে বাংলাদেশি দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণামূলক।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর একাধিক ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাংলাদেশের নীলফামারী জেলার জান্নাতুল সাইমা নামের ৮ বছরের এক শিশুর। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এরকম কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ই এপ্রিল 'ক্বারী জোবায়ের আহমেদ ® Qari Jubayer Ahmed Fans Group' নামের একটি গ্রুপে 'জহুরুল ইসলাম' নামের একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, জান্নাতুল সাইমা নামের শিশুটি নীলফামারীর মো বাদল মিয়ার কন্যা। পোস্টে শিশুটির অসুস্থতার মানবিক বর্ণনা দিয়ে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়। সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের হিসেব খোলা এমন মোবাইল নম্বরও যুক্ত করা হয়। স্ক্রিনশটে দেখুন বিস্তারিত--
আলাদাভাবে অসুস্থ শিশুটির ছবিগুলো দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল পোস্টে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিগুলো বাংলাদেশের জান্নাতুল সাইমা নামের কোনো শিশুর নয় বরং এগুলো ভারতের মমতা নামের এক অসুস্থ শিশুর।
রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো ভারতের দুস্থ অসহায় মানুষের জন্য অর্থ সাহায্য উত্তোলনকারী 'ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম' হিসেবে পরিচিত সংস্থা 'Impact Guru' এর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া গেছে। যা গত ৫ই এপ্রিল পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
ফেসবুক পোস্টে বলা হয়, ৭ বছর বয়সী মমতার মুখে অস্বাভাবিক মাংস বৃদ্ধি হয়ে তার মুখ বেঁকে গেছে, খুবই শারীরিক যন্ত্রণার মধ্যদিয়ে তার দিন কাটছে। অতিদ্রুত তার মুখে সার্জারি করাতে হবে, এজন্য প্রায় ৩৪ লাখ ৫০ হাজার রুপি প্রয়োজন।
'Impact Guru'-র টুইটার একাউন্টেও ৭ এপ্রিল করা একটি পোস্টে এই শিশুটির চিকিৎসায় অর্থায়নের জন্য অনুরোধ করতে দেখা গেছে। টুইটার হ্যান্ডেলটি দেখুন--
ফেসবুক ও টুইটারে দেয়া সুত্র ধরে 'Impact Guru'-এর ওয়েবসাইটে শিশুটির মেডিকেল ডকুমেন্ট সহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটে বলা হয়েছে শিশু মমতা এখন ভারতের দিল্লির শালিমার বাগ এলাকার ম্যাক্স সুপার স্পেশায়ালিটি হসপিটালে ভর্তি রয়েছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়া 'Impact Guru'-এর ইউটিউব চ্যানেলে ছবির শিশুটিকে নিয়ে পোস্ট করা ৩টি ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। তন্মধ্যে একটি ভিডিও দেখুন নিচে--
অথাৎ স্পষ্টতই ছবিগুলো ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি শিশু মমতার, বাংলাদেশি কোন শিশুর নয়।
সুতরাং ভারতীয় শিশুর ছবিকে বাংলাদেশের জান্নাতুল সাইমা দাবি করে চিকিৎসার জন্য অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।