মৃত গবাদিপশুর ছবিটি সিলেটের বন্যার নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি সম্প্রতি ভারতের মেঘালয় প্রদেশের গারোপাহাড়ে হওয়া ভূমিধ্বস ও বন্যার সময় তোলা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে গবাদিপশু মারা যাওয়ার একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে যে, এটি সিলেটের সাম্প্রতিক বন্যার ছবি। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৮ জুন 'প্রবাসী নিউজ' নামে একটি পেজে ছবিটি পোস্ট করে লেখা হয়, "সিলেট 😓💔 কুরবানীতো অনেক দিলেন প্রতিবছর। এইবার না হয় একটু ছোট গরু দিয়ে কুরবান করেন । যাদের সামর্থ্য আছে আপনারা সবাই সিলেটের অসহায়দের পাশে দাঁড়ান 😢
আল্লাহ সবাইকে হেফাজত করুক ❤️"। পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি সিলেটের সাম্প্রতিক বন্যার নয় বরং ভারতের মেঘালয় রাজ্যের গারোপাহাড়ে সাম্প্রতিক ভূমিধস ও বন্যার সময়কার।
রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি 'Northeast Now' নামের একটি ইংরেজি অনলাইন পত্রিকায় গত ১০ জুন "Photos & videos | Meghalaya: Floods, landslides wreak havoc in Garo Hills" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে মেঘালয় রাজ্যে সম্প্রতি বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে এবং প্রকাশিত একাধিক ছবির মধ্যে গবাদিপশুর মারা যাওয়ার আলোচ্য ছবিটি কাভার ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে, সামাজিক মাধ্যম টুইটারে একটি টুইটার পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে উল্লেখ করা হয়েছে যে, ছবিটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের সাম্প্রতিক ভূমিধস ও বন্যার ঘটনার সময়ে ধারণ করা। টুইটার পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ ভারতের মেঘালয় রাজ্যের প্রাকৃতিক দূর্যোগ ভূমিধস ও বন্যার ঘটনায় ক্ষয়ক্ষতির ছবিকে বাংলাদেশের সিলেটের সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ভয়াবহ বন্যায় বাংলাদেশের সিলেট শহর ও সুনামগঞ্জে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ার খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সেনাবাহিনী ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সাধারণ মানুষও কাজ করছে।
সুতরাং, ভারতের মেঘালয় রাজ্যে বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির ছবিকে সিলেটে চলমান ভয়াবহ বন্যার বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।