গণশৌচাগারের দেয়ালে শেখ মুজিবের ছবিটি এডিট করে বসানো
বুম বাংলাদেশ দেখেছে, ঝিনাইদহের একটি গণশৌচাগারের দেয়ালে এডিট করে বঙ্গবন্ধুর ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি পাবলিক টয়লেটের ছবি শেয়ার করে বলা হচ্ছে, একটি গণশৌচাগারের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো হয়েছে এবং গণশৌচাগারটির নাম দেয়া হয়েছে 'শেখ মুজিব পাবলিক টয়লেট'। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২ মে 'MD Ariful Islam' নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "মরহুম শেখ মুজিব সাহেবের সব স্বপ্নের মধ্যে এটাও ছিল একটা স্বপ্ন,বাংলার প্রত্যেকটা গ্রামে'গন্জে আমাদের মাঝে পৌঁছে দেবে,অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা,বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন উনি,,,,😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😁😁😁😁শেখ মজিব পাবলিক টয়লেট😁😁😁"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় এবং ছবিটি এডিটেড।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে সবুজদেশ নামে একটি অনলাইন পোর্টালে ২০১৮ সালের ৯ অক্টোবর "ঝিনাইদহে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ পাবলিক টয়লেট" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার তত্ত্বাবধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি পাবলিক টয়লেট তৎকালীন ইউএনও'র আবেদনের প্রেক্ষিতে বন্ধ করা হয়। স্ক্রিনশট দেখুন--
এবারে, প্রতিবেদন থেকে প্রাপ্ত ছবিটি (বামে) এবং আলোচ্য ছবিটির (ডানে) মধ্যে সাদৃশ্যগুলো দেখুন--
এছাড়াও, সবুজদেশ অনলাইন পোর্টালের ফেসবুক পেজে ওই প্রতিবেদনটি শেয়ার করা পোস্টেও খুঁজে পাওয়া যায় ছবিটি। ফেসবুক পোস্টটি দেখুন--
সুতরাং ঝিনাইদহের একটি গণশৌচাগারের ছবিকে এডিট করে তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বসিয়ে 'শেখ মুজিব পাবলিক টয়লেট' বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।