কলাপাতায় সাকিবের ভাত খাওয়ার ছবিটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি সাম্প্রতিক নয় বরং পারিবারিক চড়ুইভাতির সময়ে কলাপাতায় ভাত খাওয়ার এই ছবিটি ২০২২ সালে তোলা।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে বাংলাদেশি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের কলাপাতায় খাবার খাওয়ার একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্প্রতি নিজের প্রচার-প্রচারণার সময়ে তিনি কলাপাতায় ভাত খাচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ ডিসেম্বর 'Cricket exchange' নামের ফেসবুক পেজ থেকে "নির্বাচনে নিজের সব টাকা গরীব দের দিয়ে এখন কলাপাতায় ভাত খাচ্ছে বাংলার নাবাব” ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। ছবিটি সাম্প্রতিক নয় বরং পারিবারিক পিকনিকের সময়ে কলাপাতায় ভাত খাওয়ার এই ছবিটি ২০২২ সালে ধারণ করা।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে দেশীয় সংবাদমাধ্যম 'কালের কণ্ঠ' এর অনলাইন সংস্করণে ২০২২ সালের ২৭ ডিসেম্বর "কলাপাতায় ভাত খেলেন সাকিব, ভাইরাল ছবি" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষ হওয়ার পর সপরিবারে গ্রামের বাড়ি মাগুরায় চলে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেখানেই চলছে তাদের ছুটি কাটানো। সেখানেই চড়ুইভাতিতে কলাপাতায় খাবার খেয়েছেন সাকিব"। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম ফেসবুকেও 'Fardeen Ferrdous' নামের প্রোফাইল থেকে ২০২২ সালের ২৯ ডিসেম্বর "কলাপাতায় সাকিবের চরুইভাতির আহার" শীর্ষক দীর্ঘ ক্যাপশনে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ কলাপাতায় সাকিবের পারিবারিক চড়ুইভাতির খাবার খাওয়ার ছবিটি পুরোনো তথা ২০২২ সালের। সাম্প্রতিক নির্বাচনের সাথে এই ছবির কোনো সম্পৃক্ততা নেই।
আলোচ্য পোস্টে ছবিটি ধারণ করার প্রকৃত সময় উল্লেখ না করায় ছবিটিকে আসন্ন নির্বাচনের অর্থাৎ সাম্প্রতিক মনে করে মন্তব্যও করেছেন সাধারণ ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের কিছু মন্তব্যের স্ক্রিনশটের কোলাজ দেখুন--
অর্থাৎ সাকিব আল হাসানের পুরোনো ছবি নতুন করে বিভ্রান্তিকর ক্যাপশনে প্রচার করায়, বিভ্রান্ত হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।
উল্লেখ্য সাকিব আল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে মাগুরার নিজ এলাকা থেকে নির্বাচন করছেন।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের পুরোনো পারিবারিক চরুইভাতির ছবি সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।