এটি হযরত ইব্রাহিম (আ.) এর পোশাকের ছবি নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি হাদিস বর্ণিত হযরত আদম (আ.) এর শারীরিক অবয়বের আদলে তৈরি একটি প্রতীকী পোশাকের।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি হযরত ইব্রাহিম (আ.) এর জুব্বার। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ অক্টোবর "💔 ইগনোর 💔" নামের একটি ফেসবুক গ্রুপে "H e a r t N o I s e" নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "জাতির পিতা ইব্রাহিম (আঃ) জুব্বা মোবারক। সুবহানআল্লাহ❤️"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি হযরত ইব্রাহিম (আ.) এর পোশাকের নয় বরং এটি পবিত্র হাদিস শরীফ অনুসরণ ইসলামের প্রথম নবী হযরত আদম (আ.) এর শারীরিক অবয়বের আদলে বানানো একটি প্রতীকী পোশাকের ছবি।
রিভার্স ইমেজ সার্চ করে "majalah-harian.com" নামে একটি ওয়েবসাইটে ২০২০ সালের ৩০ নভেম্বর "MasyaAllah..Replika Jubah Nabi Adam AS Yang Sangat Besar Dan Tinggi" (MashaAllah.. A very large and tall replica of Prophet Adam's Robe) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে ওই প্রতিবেদন থেকে জানা যায়, হামদান আল মাস'ঊদি নামের এক ব্যক্তি হাদিসে বর্ণিত হযরত আদম (আ.) এর শারীরিক গড়ন ও উচ্চতার ভিত্তিতে ২৯ মিটার উচ্চতার ওই পোশাকটি একটি রেপ্লিকা হিসেবে তৈরি করেছেন। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে "malumatfurus" নামে একটি ওয়েবসাইটে "Hz. The Giant Dress That Was Thought to be a Shirt Worn by Adam" (যেই বিশালাকার পোশাকটি আদম পরেছিলেন বলে ভাবা হয়) শিরোনামের একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির একটি ভিন্ন দিক থেকে তোলা ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, আলোচ্য ছবিতে দেখানো পোশাকের রেপ্লিকাটি মালয়েশিয়ায় অবস্থিত "Selangor Islamic Arts Complex"-এ সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, আন্তর্জালে ছবি হিসেবে ছড়িয়ে পড়া প্রায় ৩০ মিটার লম্বা ওই পোশাকটি সৌদি আরবের হামদান বিন আউদাহ আল বাহারী আল মাস'ঊদী নামের এক ব্যক্তি ৪ জন দর্জির সাহায্যে হাদিসের বর্ণনা অনুসারে তৈরি করেন। স্ক্রিনশট দেখুন--
এদিকে, Selangor Islamic Arts Complex-এর অনুসন্ধান করতে গিয়ে malaysia-traveller.com নামে একটি ওয়েবসাইট থেকে জানা যায়, "RESTU FOUNDATION" নামে একটি ফাউন্ডেশন এই আর্ট সেন্টারটির দেখাশোনা করার দায়িত্বে আছে। উক্ত ফাউন্ডেশনটির ফেসবুক পেজে গিয়ে ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত আলোচ্য পোশাকটি স্থাপনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ওই পেজেরই আরেকটি পোস্টে "REPLIKA JUBAH NABI ADAM A.S di waktu malam sempena FESTIVAL WARISAN RASUL DAN ANBIYAK 2013" (REPLICA OF PROPHET ADAM'S ROBE at night in conjunction with the 2013 RASUL AND ANBIYAK HERITAGE FESTIVAL) ক্যাপশনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। অর্থ্যাৎ আলোচ্য ছবিটি নবী আদমের পোশাকের একটি রেপ্লিকা যেটি ২০১৩ সালের হেরিটেজ ফেস্টিভালে প্রদর্শিত হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
উক্ত ফেসবুক পোস্টে ওই পেজেরই আরেকটি লিংক যুক্ত করে হযরত আদম (আ.)-এর সম্ভাব্য একটি শারীরিক অবয়বের ধারণা দেওয়া হয়েছে। সেই ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ হযরত আদম (আ.)-এর শারীরিক গড়নের আদলে তৈরি একটি প্রতীকী পোশাককে হযরত ইব্রাহিম (আ.)-এর ব্যবহৃত জুব্বা বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।