এটি ভিয়েতনামের ভুয়া ছবি, বাংলাদেশে সাহায্যের আবেদনটিও ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, চলতি বছরের মার্চে ভিয়েতনামের একটি প্রমাণিত চ্যারিটি কেলেঙ্কারির ঘটনায় উক্ত ছবিটি ব্যবহৃত হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের আইডি থেকে একটি একটি অসুস্থ শিশুর গ্রাফিক ছবি শেয়ার করে মানবিক আবেদন জানিয়ে তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা হচ্ছে। এভাবে সন্তানের অসুস্থতার কথা বলে সাহায্য চাওয়ার কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ জুন 'Mizanur Rahman Azhari' নামের একটি পাবলিক গ্রুপে 'মোসাঃ সুমি আক্তার' নামের একটি আইডি থেকে একটি অসুস্থ শিশুর গ্রাফিক ছবি পোস্ট করে তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা হয়। পোস্টের সাথে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের একটি নাম্বার যুক্ত করা হয়েছে। পোস্টটি ফেসবুকে প্রায় ১ লাখ ২১ হাজার বারেরও বেশি বার শেয়ার হতে দেখা গেছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
পোস্টের সাথে যুক্ত ছবিটি আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। আলোচ্য পোস্টের ছবিটি বাংলাদেশের কোনো অসুস্থ শিশুর নয় বরং ভিয়েতনামের একটি চ্যারিটি কেলেঙ্কারির ঘটনায় সেদেশের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওই ছবিটির সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে। সেসব প্রতিবেদনে আলোচ্য গ্রাফিক ছবিটি তৈরি করা বলে জানানো হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ করে ভিয়েতনামের 'vietgiaitri.com' নামের একটি গণমাধ্যমে 'Quách Ngọc Tuyên bị "phốt" kêu gọi từ thiện ảo, Lê Dương Bảo Lâm và Khả Như cũng liên quan' (স্বয়ংক্রিয় অনুবাদ- Quach Ngoc Tuyen was called for virtual charity, Le Duong Bao Lam and Kha Nhu were also involved) শিরোনামে একটি প্রতিবেদনের সাথে ছবিটি খুঁজে পাওয়া গেছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, Quach Ngoc Tuyen নামে ভিয়েতনামের একজন বিখ্যাত অভিনেতাসহ তিন ব্যক্তি ভূলবশত একটি 'সাহায্য চাই' পোস্ট শেয়ার ও প্রচার করে আইনিভাবে ফেঁসে গেছেন। 'সাহায্য চাই' যে ফেসবুক পোস্টে তারা সাড়া দিয়েছিলেন, সেই পোস্টের ছবিটি ও আলোচ্য বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবিটি হুবহু একই রকম। ভিয়েতনামের ওই গণমাধ্যমে প্রতিবেদনের সাথে প্রকাশিত ছবিতে গল্পসহ আলোচ্য ছবিটিতে লাল রংয়ের ক্রস চিহ্ন দিয়ে, ছবিটি যে ভুয়া তা বোঝানো হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ওই প্রতিবেদনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন সাহায্যের আবেদন কেউ দেখলে তা যেন স্থানীয়ভাবে কিংবা হাসপাতালে গিয়ে তথ্য যাচাই করে দেখে এবং যদি সন্দেহজনক হয় তাহলে যেন পুলিশকে অবহিত করা হয়। এদিকে thanhnien.vn এর একটি প্রতিবেদন থেকেও চ্যারিটি ক্যালেঙ্কারির ঘটনায় অভিনেতা Quach Ngoc Tuyen এর আইনিভাবে ফেঁসে যাওয়ার ঘটনার সত্যতা পাওয়া যায়।
আরো সার্চ করে giadinhonline.vn নামে ভিয়েতনামেরই আরেকটি গণমাধ্যমে 'Dùng Facebook ảo kêu gọi từ thiện, lừa tiền 1.600 người' (স্বয়ংক্রিয় অনুবাদ- Using virtual Facebook to call for charity, scam 1,600 people) শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ভিয়েতনামের ডু লুওং শহরের Phan Van Tai নামের এক ব্যক্তি আলোচ্য ছবিসহ আরো অনেকগুলো মানবিক ছবি তৈরি করে ভিয়েতনামের প্রায় ১৬০০ নাগরিকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ভিয়েতনামের এক ব্যক্তির তৈরি করা অসুস্থ শিশুর ছবি, যেটি নিয়ে এরইমধ্যে ভিয়েতনামে চ্যারিটি সংক্রান্ত আর্থিক জালিয়াতির প্রমাণ পেয়েছে সেখানকার পুলিশ, সেই ছবিকে বাংলাদেশের অসুস্থ শিশুর বলে প্রচার করে এখানেও আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে।
সুতরাং ভিয়েতনামের একটি বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ ছবি ব্যবহার করে, ছবির শিশুকে বাংলাদেশের অসুস্থ শিশুর দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা ভুয়া ও আরেকটি আর্থিক জালিয়াতি।