মানুষের মাথার খুলির ছবিটি চট্টগ্রামের সীতাকুণ্ডের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি চলতি বছর সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনার আগেও সামাজিক মাধ্যমে একাধিক ভাষায় প্রচারিত হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে মানুষের মাথার খুলি ও হাড়ের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গত ৪ জুন বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার ছবি এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ জুন 'এম.সাইফুর রহমান মন্ডল' নামের ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "চট্টগ্রাম সীতাকুণ্ডে দেখেন সবাই আল্লাহ আকবার। আল্লাহ আপনার কাছে মাফ চাই। এই ধরনের বিপদ আর দিয়েন না আল্লাহ আকবার আল্লাহ আকবর ......"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
প্রসঙ্গত, গত ৪ জুন শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহতের খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। দাবি করা হচ্ছে আলোচ্য ছবিটি ঐ দুর্ঘটনার।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ছবিটি চলতি বছরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের আগেই সামাজিক মাধ্যমে একাধিক ভাষায় প্রচারিত হতে দেখা গেছে।
ছবিটি রিভার্স সার্চের করলে, 'မသောင်းကြည် လင်' নামের একটি নামের একটি ফেসবুক একাউন্টে খুঁজে পাওয়া যায়, যা ২০২১ সালের ২৬ জুলাই পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে বার্মিজ ভাষায় ধনী গরিবের একই পরিণতি সংক্রান্ত নীতি-কথা বর্ণনা যুক্ত করা হয়েছে। তবে ছবিটির উৎস নিয়ে কোনো তথ্য পোস্টটিতে নেই। স্ক্রিনশট দেখুন--
পুনরায় সার্চ করার পর, 'โปรเกมส์' নামের একটি ফেসবুক একাউন্টেও ছবিটি ২০২০ সালের ৭ মে পোস্ট করতে দেখা গেছে। থাই ভাষায় লেখা ছোট নীতি-কথা মূলক ক্যাপশনের এই পোস্টেও ছবিটির কোনো বিবরণ দেয়া হয়নি। স্ক্রিনশট দেখুন--
এ ছড়াও ছবিটি আরও ফেসবুক ও টুইটারের একাধিক একাউন্টে চলতি বছরের আগেই পোস্ট করতে দেখা গেছে। অর্থাৎ ছবিটি চলতি বছরের কোনো ঘটনার হওয়া সম্ভব নয়।
সুতরাং পুরোনো একটি ছবিকে চলতি বছরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডের সাথে জুড়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।