এই ছবিতে একাত্তরে পাকিস্তানের আত্মসমর্পণের ছবিটি এডিট করে বসানো
বুম বাংলাদেশ দেখেছে, হায়দারাবাদ বিমানবন্দরে পাকিস্তানি ক্রিকেটারদের পাশে দেওয়ালে কোনো ছবি নেই অর্থাৎ ফাঁকা ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, আইডি ও গ্রুপ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের হেঁটে যাওয়ার একটি ছবি পোস্ট করা হচ্ছে। পোস্টে দাবি করা হচ্ছে, ভারতের স্টেডিয়ামের দেয়ালে টানানো ১৯৭১ সালে বাংলাদেশের কাছে পাকিস্তানের আত্মসমর্পণের ছবির সামনে দিয়ে পাকিস্তান টিম হেঁটে যাচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১ অক্টোবর 'We believe in LITON supremacy' নামের একটি ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "ভারতের স্টেডিয়ামে ১৯৭১ সালে পাকিস্তানের বাংলাদেশের কাছে করা আত্নসমর্পণের ছবি। আর মজার বিষয় হলো ঠিক সেই ছবির সামনে দিয়ে পাকিস্তান দলের প্লেয়াররা হেঁটে যাচ্ছে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের ছবিটি এডিটেড। এছাড়া পাকিস্তানি ক্রিকেটারদের এই ছবিটি ভারতের কোনো স্টেডিয়ামের নয় বরং ছবিটি হায়দরাবাদ বিমানবন্দর থেকে তোলা।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দ্যা সিয়াসাত ডেইলি নামের একটি সংবাদপত্রে অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই ছবিতে দেয়ালে একাত্তরে বাংলাদেশের মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের কোনো ছবি টানানো থাকতে দেখা যায়নি।
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত "Pakistan cricket team led by Babar Azam arrive in Hyderabad" শিরোনামে ছবির ক্যাপশনে বলা হয়, বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানি ক্রিকেট দল বুধবার হায়দারাবাদে পৌঁছেছে। নিচে স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটিতে এডিট করে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ছবিটি বসানো হয়েছে।
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে Mariya Rajput নামের একটি ভেরিফায়েড টুইটার একাউন্টে পাকিস্তানি ক্রিকেটারদের ৪১ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতেও একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের কোনো ছবি দেয়ালে টানানো থাকতে দেখা যায়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, পাকিস্তানি দল হায়দারাবাদে পৌঁছেছে। পোস্টটি দেখুন---
ওই ভিডিওটির ১২ সেকেন্ড থেকে নেয়া একটি ফ্রেমের সাথে আলোচ্য ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটারদের পাশে দেয়ালে কোনো ছবি দেখা যায়নি। নিচে আলোচ্য (এডিটেড) ছবিটি (বামে) এবং এবং ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ হায়দরাবাদ বিমানবন্দরে পাকিস্তানি ক্রিকেটারদের পাশের দেয়ালে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো ছবি টানানো ছিল না।
সুতরাং একটি এডিটেড ছবি বিভ্রান্তিকার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।