ছবিটি চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের নয়
বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ছবি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবরের সাথে অগ্নিকাণ্ডের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিটি একই ঘটনার। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
৫ জু 'Art's Of Sreo' নামের ফেসবুক আইডি থেকে দুইটি ছবি একসাথে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "চট্টগ্রাম সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপো তে ক্যামিক্যাল কন্টেইনার বিস্ফোরণ এর দৃশ্য... ৫ কি.মি. দূর পর্যন্ত এই বিস্ফোরণ এর প্রভাব ছিলো যার কারণে অনেক ঘরের কাচ ভেঙ্গে যায়।" তন্মধ্যে অগ্নিকাণ্ডে পুড়তে থাকা একটি ঘরের ছবিও রয়েছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনের দাবিটি সঠিক নয়। পুড়ে যাওয়া ঘরের ছবিটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনার।
ছবিটি রিভার্স সার্চ করার পর, ২০২০ সালের ১৯ আগস্ট আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-এর "There are dozens of fires burning across California" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে খুঁজে পাওয়া যায়। ছবির বিবরনে লেখা হয়েছে, দাবানলের আগুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে স্প্যানিশ ফ্ল্যাট মোবাইল ভিলা পুড়ে যাওয়ার দৃশ্য এটি। স্ক্রিনশট দেখুন--
একই ছবি খুঁজে পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি১০-এ ২০২০ সালের ১৯ আগস্ট "LNU Lightning Complex Fires | Gallery" শিরোনামে প্রকাশিত ছবির গ্যালারিতেও। সেখানে ছবিটির চিত্রগ্রাহক হিসাবে, বার্তা সংস্থা এপি'র Noah Berger-এর নাম উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের নয় বরং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের।
প্রসঙ্গত গতকাল ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের হতাহতের খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।
সুতরাং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলের একটি ছবিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটা সাম্প্রতিক বিস্ফোরণের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।