ছবিটি কাবা শরিফের মিম্বরের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি একটি সিঁড়ির যা পবিত্র কাবা ঘরে প্রবেশের জন্য ব্যবহৃত হত, এটি বর্তমানে মক্কা মিউজিয়াম কমপ্লেক্সে রাখা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি সিঁড়ির ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি ইসলাম ধর্মের পবিত্র স্থান পবিত্র কাবা শরীফের মিম্বরের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৫ আগস্ট "আল্লাহু আকবার--Allaho akbar" নামের একটি পাবলিক গ্রুপে "Patricia Montes" নামের একটি আইডি থেকে একটি ছবি শেয়ার করে বলা হয়, "এটি হচ্ছে কাবা শরিফের মিম্বর. প্রথম দেখে থাকলে আমিন লিখুন।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি কোন মিম্বরের ছবি নয় বরং ছবিতে দৃশ্যমান সিঁড়িটি পবিত্র কাবা ঘরে প্রবেশের জন্য ব্যবহৃত হত, যা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। সিঁড়িটি বর্তমানে মক্কা মিউজিয়াম কমপ্লেক্সে প্রদর্শিত আছে। মসজিদুল হারামের কেন্দ্রস্থল পবিত্র কাবা ঘরে প্রবেশের জন্য ১৮২৫ সালে উসমানীয় খিলাফতের সময় সিঁড়িটি তৈরি করা হয়।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সৌদি আরবের ইংরেজি সংবাদপত্র "Arab News"-এ "Makkah museum is a haven for holy artifacts" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে আলোচ্য ছবিটিতে দৃশ্যমান অনুরূপ একটি সিঁড়ির ছবি খুঁজে পাওয়া যায়, যে ছবিটি একটু ভিন্ন দিক থেকে তোলা হয়েছে। এছাড়াও, প্রতিবেদনটিতে মক্কা জাদুঘরের পবিত্র নিদর্শনগুলোর একটি তালিকা দেওয়া হয়েছে। ওই তালিকায় আলোচ্য সিঁড়ির ছবিটিকে মক্কা শরিফের কাবা ঘরে প্রবেশের জন্য একটি সেগুন কাঠের তৈরি সিঁড়ি বলে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন, যেখানে ছবিটি সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে--
আরো সার্চ করে আব্রাহামিক ধর্মের ইতিহাস ও প্রত্নতত্ত্ব সংগ্রহের অনলাইন আর্কাইভ Madain Project-র ওয়েবসাইটে "Exhibition of the Two Holy Mosques' Architecture" শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে আলোচ্য ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। ছবির ডেস্ক্রিপশনে বলা হয়েছে, সেগুন কাঠের তৈরি এই সিঁড়িটি পবিত্র কাবা ঘরে প্রবেশের জন্য ব্যবহৃত হত, যা বর্তমানে জাদুঘর কমপ্লেক্সের প্রবেশমুখেই প্রদর্শিত করে রাখা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
মাদাইন প্রজেক্টের এই সূত্র ধরে সিঁড়িটির সম্পর্কে আরো তথ্য পাওয়া যায় এই একই ওয়েবসাইটে। "Kabah Stairway" শিরোনামের ওই নিবন্ধটি থেকে জানা যায়, বহনযোগ্য ওই সিঁড়িটি জে বোনার নামের এক ব্যক্তি ডিজাইন করেন। সেগুন কাঠে নির্মিত ওই সিঁড়িটি প্রথমে বনু শায়বাহ দরজা ও জমজম কূপের মাঝামাঝি স্থানে রাখা হয়েছিল। স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ পবিত্র মক্কা শরিফের কাবা ঘরে প্রবেশের জন্য ব্যবহৃত সিঁড়িকে কাবা শরিফের মিম্বর বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।