ছবিটি শেখ হাসিনার শৈশবের দাবিটি সঠিক নয়
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশবে তোলা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৩ জুলাই "মোহাম্মদ সবুজ মিয়া" নামে একটি আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "আমাদের হাসু আপা-❣️ সেই ছোট্ট বেলার ছবি।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশবের বলে করা দাবিটি সঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এক ফেসবুক পোস্টে ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয় বলে জানিয়েছেন।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের অনলাইন ভার্সনে গত ১৫ অক্টোবর "এই ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ছবিসহ মোট দুটি ছবি দেখতে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "এক কন্যা শিশু এবং একটি বিয়ের অনুষ্ঠানের দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে এই ছবি দুইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, ছবিগুলো প্রধানমন্ত্রীর নয়।" স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটির সূত্র ধরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের ফেসবুক আইডিতে গিয়ে আলোচ্য ছবিসহ একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে দুটি ছবি সঙ্গযুক্ত করে বলা হয়, "সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রীর নয়।" ওই পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এদিকে, ছবিটির প্রকৃত উৎস খুঁজতে গিয়ে চলতি বছরের ৪ আগস্ট "আশিক উকিল" নামে একটি আইডি থেকে পোস্ট করা আলোচ্য ছবিসম্বলিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পায় বুম বাংলাদেশ। ওই পোস্টে বলা হয়েছে, "এই ছবিটা আমার ছোট মেয়ের ছবি ৷ বামের প্রথম ছবিটা আমি ২০১৪ সালে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম ৷ তার কিছুদিন পর ছবিটা বিভিন্ন জনে বিভিন্ন গ্রুপ বা পেইজে মাননীয় প্রধানমন্ত্রীর ছোটবেলার ছবি বলে পোস্ট দিয়ে ভাইরাল করে ফেলে ৷ আসলে ছবিটা আমার ছোট মেয়ের ৷" ফেসবুক আইডিতে গিয়ে জানা যায়, আশিক উকিল নামের ওই ব্যক্তি গাজীপুরে বসবাস করেন। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ ২০১৪ সালে তোলা একটি মেয়ের ছবিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশবের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।