ছবিটি ক্ষুদিরাম বসুর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ১৯৩৮ সালে তৎকালিন ভারতবর্ষের উড়িষ্যায় ব্রিটিশ সেনাদের হাতে নিহত শিশু বাজি রাউতের।
সামাজিক মাধ্যমে ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি ভারতীয় বাঙালি বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩০ মে 'মন্দ কথা_ Mondo Kotha' নামের একটি পেজে আলোচ্য ছবিটিসহ দুটি ছবি পোস্টে করে লেখা হয়, 'তিন মুঠো ক্ষুদের বিনিময়ে মা তাকে খালার কাছে বিক্রি করেছিলেন বলেই তার নাম ক্ষুদিরাম।.................. ১১ই আগস্ট এই বিল্পবি কিশোর কে ফাঁসি দেয়া হয়.. স্যালুট হে বীর'। পোস্টটির স্ক্রিনশট দেখুন---
পোস্টের দ্বিতীয় ও আলোচ্য ছবিটির স্ক্রিনশট দেখুন আলাদাভাবে--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি ক্ষুদিরাম বসুর নয় বরং ভারতবর্ষে ব্রিটিশ সেনাদের হাতে নিহত শিশু উড়িষ্যার ঢেঙ্কানলের বাসিন্দা বাজি রাউতের। ব্রিটিশ সেনারা ১৯৩৮ সালের ১১ই অক্টোবর তাঁকে বেয়নেট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিয়ান টাইমসের করা 'Remembering The Sacrifice Of India's Youngest Freedom Fighter, Baji Rout' শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, সেনাদের বেয়নেটের আঘাতে বাজিসহ ওর আরো কয়েকজন বন্ধু নিহত হয়। বাজির ছবি এবং ঘটনার বিবরণের স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে নুয়াওড়িশা নামের একটি ওয়েবসাইটে ছবির শিশুটি অর্থ্যাৎ, বাজি রাউতের খোঁজ পাওয়া যায়। ইওডিশা নামের একটি সাইটেও ওই শিশুর ছবি দেখতে পাওয়া গেছে যেখানে তাকে শহীদ বাজি রাউত হিসেবে অভিহিত করা হয়।
আবার, উড়িষ্যা সরকারের নিজস্ব ওয়েবসাইটে বিশিষ্ট ব্যক্তিত্বের তালিকাতেও রয়েছে বাজি রাউতের ছবি। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের উড়িষ্যার ঢেঙ্কানলের শহীদ বাজি রাউতের ছবিকে ভারতীয় বাঙালি শহীদ ক্ষুদিরাম বসুর ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
সুতরাং শহীদ বাজি রাউতের ছবিকে ক্ষুদিরাম বসুর ছবি হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।