ছবিটি কর্ণফুলী টানেলের নয়
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি বসনিয়া ও হার্জেগোভিনার March 1st টানেলের। বাংলাদেশের কর্ণফুলী টানেলের নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি বাংলাদেশের কর্ণফুলী টানেলের। এই সেপ্টেম্বরে ছবিটি ব্যবহার করে ভিডিও প্রতিবেদনের থাম্বনেইলে সংবাদ প্রকাশ করেছে এস এ টেলিভিশন। সরাসরি ছবিটি ব্যবহার করে প্রকাশিত একটি পোস্ট দেখুন এখানে।
গত ১২ সেপ্টেম্বর ‘SATV News’ এর পেজ থেকে ছবিটি ব্যবহার করে ভিডিও প্রতিবেদনের থাম্বনেইল তৈরি করে একটি সংবাদ পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "বোঝা হয়ে দাঁড়িয়েছে কর্ণফূলী টানেল, ইকোনোমিক জোনসহ বিভিন্ন প্রকল্প"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি বসনিয়া ও হার্জেগোভিনার March 1st টানেলের। বাংলাদেশের কর্ণফুলী টানেলের নয়। 1st March টানেলটি সারাজেভো এবং জেনিকার মধ্যে দুটি অর্থনৈতিক কেন্দ্রকে সংযুক্ত করতে এবং উত্তরে ক্রোয়েশিয়া থেকে দক্ষিণে অ্যাড্রিয়াটিক উপকূলে চলমান একটি ইউরোপীয় ট্রাফিক করিডোর তৈরি করার জন্য নির্মিত হয়েছিল। ২০১৪ সালে উদ্বোধন করা এই ৩ কিমি দীর্ঘ টানেলটির নামকরণ করা হয়েছে বসনিয়ার স্বাধীনতা গণভোটের তারিখ অনুসারে।
আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনার সংবাদ ও বিভিন্ন বিষয়ের সাইট 'visoko.ba'-তে ২০১৭ সালের ২৭ আগস্ট আলোচ্য ছবিটি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ছবিটি দেশটির March 1st টানেলের (অনূদিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ এর মাধ্যমে বেলজিয়ামের লাইটনিং সল্যুশন প্রোভাইডার প্রতিষ্ঠান 'Schréder'-এর ওয়েবসাইটে আলোচ্য ছবিটি সহ তাদের প্রজেক্ট সেগমেন্টে টানেলটির বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ এই টানেলের লাইটনিং প্রজেক্টও তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বর্ণনায় উল্লেখ করা হয়, 1st March টানেলটি সারাজেভো এবং জেনিকার মধ্যে দুটি অর্থনৈতিক কেন্দ্রকে সংযুক্ত করতে এবং উত্তরে ক্রোয়েশিয়া থেকে দক্ষিণে অ্যাড্রিয়াটিক উপকূলে চলমান একটি ইউরোপীয় ট্রাফিক করিডোর তৈরি করার জন্য নির্মিত হয়েছিল। ২০১৪ সালে উদ্বোধন করা এই ৩ কিমি দীর্ঘ টানেলটির নামকরণ করা হয়েছে বসনিয়ার স্বাধীনতা গণভোটের তারিখ অনুসারে (অনূদিত)। স্ক্রিনশট দেখুন--
এদিকে বিভিন্ন গণমাধ্যমে কর্ণফুলী টানেলের ভেতরেওর দৃশ্য পাওয়া যায়। গণমাধ্যমে পাওয়া কর্ণফুলী টানেলের দৃশ্য (বামে) এবং বসনিয়া ও হার্জেগোভিনার March 1st টানেলের দৃশ্য (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বসনিয়া ও হার্জেগোভিনার March 1st টানেলের।
সুতরাং সামাজিক মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনার March 1st টানেলের ছবি বাংলাদেশের কর্ণফুলী টানেলের ছবি হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।