কাঁঠালের বার্গার বানানোয় ছবির ব্যক্তিকে আটক করা হয়নি
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের ভিতরে মাদক ঢুকিয়ে তা পাচারকালে ২০১৭ সালে আটক হওয়া এক ব্যক্তির।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি কাঁঠালের কাবাব এবং বার্গার বানানোয় পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তির। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ মার্চ 'আজকের নওগাঁ' নামে একটি ফেসবুক গ্রুপে 'Møhammad Ašlâm' নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "কাঁঠালের কাবাব ও বার্গারসহ আটক বিক্রেতা... 😁"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০১৭ সালের মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁঠালের ভিতরে মাদক ঢুকিয়ে তা পাচারকালে আটক হওয়া এক ব্যক্তির ছবিকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০১৭ সালের ১১ মে 'কাঁঠালের ভেতর ১০ কেজি গাঁজা!' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক যুবকের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, দুটি কাঁঠালের মধ্যে এই গাঁজা লুকানো ছিল। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল প্রতিদিনের সংবাদের ওয়েবসাইটে ওই একই দিনে 'কাঁঠালের ভেতর গাঁজা!' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও একই দাবি করে বলা হয়, "গ্রেপ্তার হওয়া তরুণের নাম কবির হোসেন (২৩)। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।" স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ২০১৭ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একজন মাদক ব্যবসায়ী কাঁঠালের ভিতরে গাঁজা ঢুকিয়ে তা পাচার সময়ে পুলিশ তাকে আটক করার পর ছবিটি ধারণ করা হয়।
সুতরাং কাঁঠালের ভিতরে মাদক ঢুকিয়ে তা পাচারকালে আটক ব্যক্তির ছবিকে কাঁঠালের কাবাব ও বার্গার বানানোয় আটক করার ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।