ছবিটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রীর, মেজর ডালিমের স্ত্রীর নয়
বুম বাংলাদেশ দেখেছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের ছবিকে মেজর ডালিমের স্ত্রীর বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সাথে জড়িত তৎকালীন মেজর (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) শরিফুল হক ডালিমের স্ত্রীর। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ আগস্ট 'দৈনিক আগামীর কন্ঠ' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "শেখ কামাল কেনো মেজর ডালিমের স্ত্রীকে কিডন্যাপ করেছেন । অতঃপর #মেজরডালিম #shaikhmujib #1975"। পোস্টে যুক্ত ভিডিওটিতে মেজর ডালিমের স্ত্রীর ছবি হিসেবে একটি জুটির ছবি সংযুক্ত করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের ছবিতে দেখানো নারী মেজর ডালিমের স্ত্রী নন। ছবিটিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং তাঁর স্ত্রী মিলি রহমানকে দেখা যাচ্ছে।
আলোচ্য পোস্টে দেখানো নারী মেজর ডালিমের স্ত্রী কি না জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ১৭ ডিসেম্বর 'Abdul Based Shohag' নামে একটি ফেসবুক একাউন্টে আলোচ্য ছবিটির মত একটি ছবি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, "স্ত্রী ও সন্তানদের সাথে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। (ছবি: ১৯৭১, সংগ্রহীত)।"। স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর "বীরের এ রক্তস্রোত- বাংলার ইকারুস" শিরোনামে প্রচারিত একটি লেখা খুঁজে পাওয়া যায়। লেখাটিতে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "স্ত্রী মিলি রহমান ও সন্তানদের সঙ্গে মতিউর রহমান"। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবিটির একটি স্ক্রিনশট (বামে) এবং প্রথম আলোর অনলাইন ভার্সন থেকে প্রাপ্ত একটি ছবির (ডানে) তুলনামূলক চিত্র দেখুন--
এছাড়াও, আজকের দেশ ডট কম এবং প্রভাতফেরী নামে দুটি অনলাইন পোর্টালের লেখায়ও আলোচ্য ছবিটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং তাঁর স্ত্রী মিলি রহমানের বলে উল্লেখ করা হয়।
অর্থাৎ আলোচ্য পোস্টের ছবিটি মেজর ডালিমের স্ত্রীর নয় বরং এটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের ছবি।
সুতরাং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের ছবিকে মেজর ডালিমের স্ত্রীর ছবি দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।