ভিডিওর ব্যক্তিটি পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ নন
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হলেন তুরস্কের সুলতান কোসেন এবং উক্ত ভিডিওটিও এডিট করা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে দেখতে পাওয়া ব্যক্তি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ যিনি পাকিস্তানের নাগরিক। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২০ অক্টোবর 'Free Motion By Swapna' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ পাকিস্তানের এক মুসলিম ভাই।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়।
প্রথমত
কী ওয়ার্ড ধরে সার্চ করার পর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্যমতে, জীবিতদের মধ্যে বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হলেন তুরস্কের সুলতান কোসেন। পেশায় কৃষক সুলতানের উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি থাকলেও দুই বছর পর সেই উচ্চতা বেড়ে ৮ ফুট ২.৮ ইঞ্চি হয়। স্ক্রিনশট দেখুন--
তবে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় মানুষ হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের যুক্তরাষ্ট্রের রবার্ট পারসিং ওয়াডলোর দখলে রয়েছে। তার উচ্চতা ছিলো ৮ ফুট ১১.১ ইঞ্চি।
অর্থাৎ নিশ্চিতভাবেই ভিডিওর ব্যক্তি পৃথিবীর লম্বা মানুষ নয়।
ভিডিওটিই এডিট করা
ভালো করে মনোযোগ দিয়ে দেখার পর বোঝা যায় ভিডিওটিই এডিট করা। ভিডিওর ১২ সেকেন্ডের মাথায় এডিটিং ফিল্টার সরে গেলে ব্যক্তিটি আসল উচ্চতা দেখতে পাওয়া যায়। সার্চ করার পর দেখা যায়, মূলত এই ভিডিওতে ব্যবহার করা ফিল্টারটি টিকটকের একটি জনপ্রিয় ফিল্টার। এই ফিল্টার ব্যবহার করে এডিট করা আরও কিছু ভিডিও দেখুন এখানে, এখানে। আলোচ্য ভিডিওর ব্যক্তির এডিট করে বাড়ানো উচ্চতা ও আসল উচ্চতার পাশাপাশি তুলনা দেখুন--
সুতরাং এডিট করা ভিডিও পোস্ট করে এক অজ্ঞাত ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।