ছবিগুলো ভিন্ন ব্যক্তির এবং কেউই সুদানের প্রতিরক্ষামন্ত্রী নন
বুম বাংলাদেশ দেখেছে, সামরিক পোশাকের ব্যক্তি সুদানের এক সেনা কর্মকর্তা আর বালুতে পড়ে থাকা ব্যক্তি কেনিয়ার দুর্ভিক্ষপীড়িত।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে তিনটি ছবির কোলাজ শেয়ার করে বলা হচ্ছে, ছবিগুলোর মধ্যে প্রথমটি ১৯৯৫ সালে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী আকদ ইব্রাহিমের ক্ষমতায় থাকাকালীন সময়ে তোলা এবং শেষ ছবি দুটি ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পরে তোলা। অর্থাৎ ছবিগুলো একই ব্যক্তির। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ জুলাই "Mohammed Muhib chowdhury" নামের একটি আইডি থেকে কয়েকটি ছবি শেয়ার করে লেখা হয়, "এটি হ'ল আকদ ইব্রাহিম যিনি ১৯৯৫ সালে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। সময় পরিবর্তনে বেশি সময় নেয় না, আল্লাহ যেমন উপরে উঠাতে জানে তেমনি আল্লাহ নিচে ফেলতে জানে। ইব্রাহিম এক অত্যাচারী, সে অত্যাচারী ফেরাউন হিসাবে পরিচিত ছিল কিন্তু আজ তাঁর অবস্থা আপনার সামনে।" পোস্টটির স্ক্রিনশট দেখুন---
পোস্টে থাকা ছবিগুলো দেখুন আলাদাভাবে---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো আকদ ইব্রাহিম নামে সুদানের কোনো প্রতিরক্ষামন্ত্রীর নয়। ছবিগুলো এক ব্যক্তির নয়। সামরিক পোশাক পরা ব্যক্তি সুদানের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ওমর জেইন আল আবেদিন এবং বালুতে অসহায়ভাবে পড়ে থাকা ব্যক্তির ছবি দুটি ২০১৯ সালে কেনিয়ার দুর্ভিক্ষ চলাকালে তোলা।
প্রথম ছবি
প্রথম ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ফটো স্টকার ওয়েবসাইট "gettyimages.com"-এ সামরিক পোশাক পরা ব্যক্তির ছবি খুঁজে পাওয়া যায়। gettyimage থেকে পাওয়া ছবির ব্যক্তি আর আলোচ্য ছবির সামরিক পোশাক পরা ব্যক্তি একই জন। ছবিটির বর্ণনা থেকে জানা যায়, এটি ২০১৯ সালে তোলা সুদানের মিলিটারি কাউন্সিলের পলিটিক্যাল কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওমর জেইন আল আবেদিনের। স্ক্রিনশট দেখুন--
লেফটেন্যান্ট জেনারেল ওমর জেইন আল আবেদিনের আরো দুটি ছবি দেখুন এখানে ও এখানে। অর্থাৎ ছবিগুলো সুদানের আকদ ইব্রাহিম নামে কোনো প্রতিরক্ষামন্ত্রীর নয়।
শেষ দুটি ছবি
বালুতে পরে থাকা অসহায় ব্যক্তির ছবি দুটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বিবিসির ওয়েবসাইটে ২০১৯ সালের ১৯ মার্চ "Kenyan anger over Turkana 'starvation' being ignored" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কেনিয়ায় দুর্ভিক্ষ চলাকালে ওই বছরের মার্চে Roncliffe Odit নামে বিবিসির এক সাংবাদিক ওই ছবিগুলো তোলেন। স্ক্রিনশট দেখুন--
বিবিসির ওই প্রতিবেদনের সূত্র ধরে বিবিসির সাংবাদিক Roncliffe Odit-এর টুইটার একাউন্টে গিয়ে আলোচ্য পোস্টের শেষ দুটি ছবি খুঁজে পাওয়া যায়। টুইটার পোস্টটি দেখুন--
উল্লেখ্য আলোচ্য পোস্টটির ছবিগুলো একইভাবে এর আগেও ভাইরাল হওয়ার হলে, এ নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে এএফপি।
সুতরাং সুদানের এক সেনা কর্মকর্তা ও কেনিয়ার দুর্ভিক্ষপীড়িত এলাকার এক অসহায় ব্যক্তির কোলাজ ছবি পোস্ট করে বলা হচ্ছে, এগুলোকে এক ব্যক্তির ছবি এবং তিনি সুদানের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, যা বিভ্রান্তিকর।