পুরোনো ভিডিওকে আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভ বলে লাইভ মুডে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে ভাস্কর্য বিরোধী বিক্ষোভের ভিডিওকে আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভের বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে গত শুক্রবার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে জুমা'র নামাজের পর বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৮ এপ্রিল শুক্রবার '𝗘𝗺𝗼𝘁𝗶𝗼𝗻 𝗦𝘁𝗼𝗿𝘆' নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভ মুডে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, "🔴 জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশ।" এতে বোঝা যাচ্ছে, গত শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সত্য নয় বরং ২০২০ সালের নভেম্বর মাসে ভাস্কর্য বিরোধী আন্দোলনের একটি পুরোনো ভিডিওকে গত শুক্রবার লাইভ মুডে প্রচার করা হয়েছে।
ভিডিওটি ভালভাবে পরখ করে দেখা গেছে ভিডিওটির উপরে ডান পাশের কোণে একটি লগো রয়েছে, যা বাংলাদেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যম "NEW AGE" এর। এ থেকে সাধারণভাবে অনুমান করা যায় ভিডিওটি যে পেজ থেকে লাইভ মুডে প্রচার করা হয়েছে, ভিডিওটি তাদের ধারণ করা নয় বরং ওই পত্রিকার। দেখুন--
পরবর্তীতে ভিডিওটির কী ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে "New Age BD" নামের ওই পত্রিকার ইউটিউব চ্যানেলে হুবহু ভিডিওটি পাওয়া যায়। ২০২০ সালের ২৭ নভেম্বরে "Police disperse anti-sculpture rally" শিরোনামে ভিডিওটি ওই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। দেখুন--
বুম বাংলাদেশ দেখেছে, ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি হুবহু কপি করে ভাইরাল ভিডিওটি লাইভ মুডে প্রচার করা হয়েছে। ভিডিও দুটির একটি সাধারণ পয়েন্ট ৮ সেকেন্ড থেকে নেয়া দুটি স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--
এছাড়া, কী ওয়ার্ড সার্চ করে ২০২০ সালের নভেম্বর মাসের ২৭ তারিখ ভাস্কর্য বিরোধী বিক্ষোভের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হতে দেখা গেছে। তন্মেধ্যে পূর্বপশ্চিমবিডি, সারাবাংলা ডট নেট, দৈনিক ইনকিলাব ও দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবর পড়ুন।
অর্থাৎ প্রায় দুই বছর আগের ভাস্কর্য বিরোধী বিক্ষোভের একটি ভিডিওকে লাইভ মুডে প্রচার করা হচ্ছে।
সুতরাং ২০২০ সালের ভিন্ন একটি বিক্ষোভের ভিডিওকে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে একটি দলের সাম্প্রতিক বিক্ষোভের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।