বুয়েটের সোমা রায়ের বাংলা চ্যানেল পাড়ি দেয়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে বুয়েট শিক্ষার্থী সোমা রায়ের সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে থেকে, বুয়েট শিক্ষার্থী সোমা রায়ের সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেয়ার খবর একটি খবর একাধিক অনলাইন পোর্টালের লিংকসহ পোস্ট করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১২ অক্টোবর 'বেকার জীবন' নামের ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে লেখা হয়, "শখে বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন বুয়েটের সোমা রায়"
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটিতে ডেটলাইন "4 days ago" ফলে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক বলে মনে হতে পারে। অনলাইন পোর্টালের খবরের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয়।
২০২০ সালে বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল। মূলধারার গণমাধ্যম প্রথম আলো-এ 'সাঁতরে সাগর পার' শিরোনামের খবরটি ২০২০ সালের ০৬ ডিসেম্বর প্রকাশিত হয়। খবরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্রী সোমা রায়ের ৪ ঘণ্টা ৩৫ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেয়ার কথা উল্লেখ করা হয়। মূল খবরের স্ক্রিনশট দেখুন--
দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এই প্রতিবেদনটিকেই সামান্য পরিবর্তনসহ কপি করে আলোচ্য অনলাইন পোর্টালতে প্রকাশ করা হয়েছে। অনলাইন পোর্টালের খবর ও মূল খবরের পাশাপাশি স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বুয়েট শিক্ষার্থী সোমা রায়ের সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেয়ার পুরোনো সংবাদমূল্যহীন খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।