'চা বিক্রেতার মেয়ে এখন পাইলট' খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে ভারতের মধ্যপ্রদেশের আঁচল গাঙ্গওয়ালকে নিয়ে খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়।
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে থেকে, চা বিক্রেতার মেয়ে আঁচল গাঙ্গওয়ালের ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানের পাইলট হিসাবে যোগ দেয়ার একটি খবর একাধিক অনলাইন পোর্টালের লিংকসহ পোস্ট করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ সেপ্টেম্বর 'বেকার বার্তা' নামের ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে বলা হয়, "পাঁচবার ফেল করেও পিছু ছাড়েনি, চা বিক্রেতার মেয়ে এখন পাইলট"। হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটির ডেটলাইন দেয়া আছে "3 weeks ago" এবং খবরের সূত্র হিসাবে "(সূত্র: এনডিটিভি নিউজ)"-এর নাম উল্লেখ করা হয়েছে। ফেসবুক পোস্ট (বামে) এবং অনলাইন পোর্টালের (ডানে) খবরটির পাশাপাশি স্ক্রিনশট দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয়।
কি-ওয়ার্ড দিয়ে সার্চ করার পর, ভারতের মূলধারার গণমাধ্যম এনডিটিভি নিউজ এর বাংলা সংস্করণে প্রকাশিত মূল খবরটিও খুঁজে পাওয়া গেছে। ২০২০ সালের ২৪ জুন এনডিটিভি নিউজ বাংলা-এর "স্বপ্নের উড়ান! চা বিক্রেতার মেয়ে এবার ভারতীয় বায়ুসেনার পাইলট" শিরোনামে প্রকাশিত খবরটিতে বলা হয়,
"রীতিমতো দিন আনি-দিন খাই পরিবার, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল থেকে আরও প্রায় ৪০০ কিলোমিটার দূরে নিমুচের বাসস্ট্যান্ডে একটি ছোট্ট চায়ের দোকান চালিয়েই দিন গুজরান করেন সুরেশ গাঙ্গওয়াল। অদম্য জেদ ও নিরন্তর চেষ্টা থাকলে স্বপ্নেরা যে ডানা মেলে আকাশে ডানা মেলতে পারে সেটাই এবার সত্যি করে দেখালেন এই চা বিক্রেতার মেয়ে। সুরেশের (Suresh Gangwal) ২৪ বছরের মেয়ে আঁচল গাঙ্গওয়াল (Anchal Gangwal) দেখিয়েছেন, ইচ্ছা থাকলে চা-বিক্রেতার মেয়েও পারে বায়ুসেনার যুদ্ধবিমানের পাইলট হতে।"
তৎকালে ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঁচল গাঙ্গওয়ালকে অভিনন্দন জানিয়ে টুইট করতে দেয়া যায়। এ সংক্রান্ত আরো খবর দেখুন এখানে। ২০২০ সালের ২২ জুন করা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের টুইটটি দেখুন-
অর্থাৎ ২০২০ সালের পুরোনো একটি খবরকে অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।