মেঘনা নদীতে ৩ কেজি ওজনের ইলিশ পাওয়ার পুরানো খবর ভাইরাল
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালের জুলাই মাসের একটি খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
ভোলা জেলার মনপুরায় মেঘনা নদীতে ৩ কেজি ওজনের রাজা ইলিশ মাছ ধরা পরার একটি খবরের লিংক সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। বিভিন্ন অনলাইন পোর্টালের এ সংক্রান্ত খবরের সাথে জুড়ে দেয়া ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বড় আকৃতির একটি ইলিশ হাতে দাঁড়িয়ে আছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
'Dr Madhumita' নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২০ জুলাই অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে বলা হয়, 'মনপুরার মেঘনা নদীতে পাওয়া গেল ৩ কেজি ওজনের রাজা ইলিশ!'।
অনলাইন পোর্টালের লিংকে গিয়ে দেখা যায় প্রতিবেদনটির ডেটলাইনে প্রকাশের তারিখ '৩ মে, ২০২১' উল্লেখ করা আছে এবং খবরের বর্ণনায় বলা হয়, "বৃহস্পতিবার রাত ৮টায় মেঘনায় কাদির মাঝির জালে ওই রাজা ইলিশটি ধরা পড়ে।ইলিশ মাছটি কাদির মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা মৎস্য ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে ভিড় জমে যায়।"
অর্থাৎ ডেটলাইন দেখে মনে হচ্ছে এটি সাম্প্রতিক ঘটনা ও বর্ণনায় স্পষ্টভাবে 'গত বৃহস্পতিবার" লেখা দেখে মনে হচ্ছে ঘটনাটি চলতি বছরের গত মে মাসের ৩ তারিখের আগের বৃহস্পতিবার ঘটা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি সাম্প্রতিক ঘটনা নয়।
বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখা গেছে, ২০২০ সালের ২৪ জুলাই দৈনিক যুগান্তর অনলাইনে "মনপুরায় জেলের জালে ধরা পড়ল ৩ কেজি ওজনের রাজা ইলিশ" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটির স্ক্রিনশট দেখুন--
বর্তমানে ভাইরাল হওয়া খবরটির সাথে দৈনিক যুগান্তর অনলাইনে ২০২০ সালে প্রকাশিত খবরটির বর্ণনায় হুবহু মিল পাওয়া গেছে। দুটি খবরের স্ক্রিনশট পাশাপাশি দেখুন--
অর্থাৎ ভিন্ন একটি গণমাধ্যমে প্রকাশিত এক বছরের বেশি পুরোনো একটি খবরকে হুবহু কপি করে নতুন ডেটলাইনে প্রকাশ করা হয়েছে ওই অনলাইন পোর্টালে।
সুতরাং মনপুরায় ৩ কেজি ওজনের ইলিশ মাছ ধরা পরার গত বছরের খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।