কুড়িগ্রামে ৩১ জনের পুনরায় মুসলমান হওয়ার ঘটনাটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, গণমাধ্যমে ২০১৯ সালে কুড়িগ্রামে ৩১ জন খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করার খবর প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি তথ্য শেয়ার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে কুড়িগ্রামে মুসলিম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ৩১ জন পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছেন এবং খবরটি দেয়া হচ্ছে ব্রেকিং নিউজ হিসাবে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৫ জানুয়ারি 'মোঃ সৈকত জোয়ারদার বাবু' নামের একটি ফেসবুক আইডি থেকে খবরটি পোস্ট করে লেখা হয়, "ব্রেকিং নিউজ! কুড়িগ্রামে মুসলিম থেকে খৃষ্টান হওয়া ৩১ জন ভাই-বোনেরা পূনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছেন! আলহামদুলিল্লাহ্!"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরোনো। মূলত ২০১৯ সালের একটি খবরকে পুনরায় নতুন করে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ করার পর, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এ ২০১৯ সালের ২৪ আগস্ট 'কুড়িগ্রামে খ্রিষ্টান ধর্ম ছেড়ে পুনরায় ৩১ জনের ইসলাম গ্রহণ' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, তৎকালে কুড়িগ্রামে ৩১ জন নারী-পুরুষ খ্রিস্ট ধর্ম গ্রহণের পর পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছেন। এর আগে খ্রিস্টান মিশনারির বিভিন্ন সংস্থার দ্বারা তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল। স্ক্রিনশট দেখুন--
এছাড়া খবরটি দৈনিক মানবকন্ঠ, আমাদের সময় ডট কম সহ একাধিক অনলাইন পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছিল। পরে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বরে 'খুতবা টিভি' নামের একটি ফেসবুক পেজ থেকে ঐ ঘটনার একটি ভিডিও আপলোডও করা হয়।
বুম বাংলাদেশের পক্ষ থেকে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার এবং কুড়িগ্রামের নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. নবীউল হাসানের সাথে যোগাযোগ করা হলে তারাও সম্প্রতি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন।
অর্থাৎ খবরটি সাম্প্রতিক নয় বরং প্রায় চার বছর পুরোনো।
সুতরাং প্রায় চার বছর পুরোনো একটি খবরকে সাম্প্রতিক দাবি করে (ব্রেকিং নিউজ হিসেবে) অপ্রাসঙ্গিকভাবে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।