এক কিশোরের গরুর কাঁচা কলিজা ও ভুঁড়ি খেয়ে ফেলার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালের নভেম্বর মাসে খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়; নতুন করে এর প্রচার বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে একাধিক অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের গরুর কাঁচা কলিজা ভুঁড়ি খেয়ে ফেলার খবর প্রচার করা হচ্ছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
গত ১৩ জুন 'News Wire' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে "ঘাস খাওয়া অবস্থায় জ্যান্ত গরুর কলিজা, ভুঁড়ি কাঁচা খেয়ে ফে'ললো কিশোর"
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের ওই খবরটির ডেটলাইনে প্রকাশের সময় হিসাবে' ১৩ মার্চ, ২০২১' এবং 'সোমবার' এর কথা উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবে খবরটির ডেটলাইন এবং ফেসবুক পোস্টের দিনক্ষণ দেখে মনে হচ্ছে ঘটনাটি সাম্প্রতিক।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি সাম্প্রতিক ঘটনা নয়।
বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর দেখা গেছে, ২০২০ সালের ৯ নভেম্বর সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের অনলাইন ভার্সনে "ঘাস খাওয়া অবস্থায় গরুর কলিজা, ভুঁড়ি কাঁচা খেয়ে ফেললো কিশোর" শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনটিকেই হুবহু কপি করে, কপিরাইট এড়াতে বাক্য ও শব্দের মাঝে অযাচিত যতি চিহ্ন ব্যবহার করে আলোচ্য অনলাইন পোর্টালগুলোতে নতুন খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে। এমনকি আলোচ্য অনলাইন পোর্টালে ব্যবহার করা ফিচার ছবিটিও যমুনা টিভি অনলাইনে প্রকাশিত উক্ত খবরটি থেকে নেয়া হয়েছে। যমুনা টিভির খবরটিতে বলা হয়-
"মানুষ জীবন বাঁচাতে সাধারণত ভাত, ফল মুলসহ নানা প্রকার খাদ্য সামগ্রী খেয়ে থাকে। কিন্তু পশুর রক্ত, অণ্ডকোষ, কলিজা, ভুঁড়ি খাওয়ার নজির খুবই দুষ্কর। তবে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন এলাকায়। তারেক (১৮) নামে এক কিশোর মাঠে ঘাস খেতে যাওয়া এক গরুর রক্ত, অণ্ডকোষ, ভুঁড়ি, কলিজা খেয়ে ফেলেছে। পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে ওইসব ঘটনা ঘটায় সে। এটা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্বচক্ষে দেখার জন্য শত শত লোক ভিড় করে ঘটনাস্থলে।" যমুনা টিভি অনলাইন-এর প্রতিবেদনটি দেখুন এখানে।
পাশাপাশি খবরটি সে সময় দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিলো। এমন কিছু খবর দেখুন এখানে ও এখানে।
অর্থাৎ ভিন্ন একটি গণমাধ্যমে প্রকাশিত গত বছরের একটি খবর হুবহু কপি করে নতুন ডেটলাইনে সম্প্রতি ভাইরাল করা হয়েছে।
অতএব এক কিশোরের জ্যান্ত গরুর নাড়িভুঁড়ি কেটে খেয়ে ফেলার এক বছর পুরোনো খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।