শাকিব-অপুকে নিয়ে জায়েদ খানের বক্তব্যের বরাতে প্রকাশিত খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, দুই বছর আগে অনলাইন পোর্টালে প্রকাশিত এই খবরটি শিরোনামসহ হুবহু কপি করে নতুন করে প্রকাশ করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের কয়েকটি পেজ থেকে ঢালিউড সেলিব্রেটি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে জায়েদ খানের বরাতে একটি খবরের লিংক প্রচার করা হচ্ছে। দেখুন এমন কয়েকটি পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ২১ মে 'Binodon-বিনোদন' নামের একটি পেজ থেকে অখ্যাত নিউজ পোর্টালের একটি খবরের লিংক পোস্ট করে লেখা হয়, "শাকিব-আপুকে নিয়ে নতুন করে বো'মা ফা'টালেন জায়েদ খান"। দেখুন পোস্টের স্ক্রিনশট--
হুবহু একই শিরোনামে প্রকাশিত খবরটির বিস্তারিত অংশে দেখা যায় খবরটি প্রকাশের তারিখ অর্থাৎ ডেটলাইন ২০ মে ২০২২। কপিরাইট এড়াতে খবরটির শিরোনাম ও খবরের বিস্তারিত অংশে অযাচিতভাবে যতি চিহ্ন ব্যবহার করা হয়েছে। খবরটি ফেসবুকে পোস্ট করার সময় ও প্রকাশের তারিখ দেখলে স্বাভাবিকভাবেই পাঠকের কাছে মনে হবে খবরটি সাম্প্রতিক। দেখুন বিস্তারিত অংশের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং দুই বছর পুরোনো। ২০২০ সালের জুলাই মাসে একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবরকে শিরোনামসহ হুবহু কপি করে আলোচ্য খবরটি তৈরি করা হয়েছে।
কি ওয়ার্ড সার্চ করে শিরোনাম সহ হুবহু খবরটি অনলাইন নিউজ পোর্টাল 'zoombangla' তে পাওয়া যায়, যা ২০২০ সালের ২৭ জুলাই প্রকাশিত হয়। "শাকিব-আপুকে নিয়ে নতুন করে বোমা ফাটালেন জায়েদ খান" শিরোনামে প্রকাশিত খবরটির স্ক্রিনশট দেখুন--
খেয়াল করলে দেখা যায়, জুমবাংলা 'শাকিব-অপু' এর স্থলে অপুর বানান ভুল করে 'আপু' লিখে, আলোচ্য পোর্টালটিও সেই ভুল বানান সহ শব্দের মাঝে অযাচিত যতি চিহ্ন সহ প্রকাশ করে। আলোচ্য পোর্টালটি ও জুমবাংলার হেডলাইনের পাশাপাশি স্ক্রিনশট দেখুন--
আলোচ্য নিউজ পোর্টালের খবর ও জুমবাংলায় প্রকাশিত দুই বছর আগের খবরটির বিস্তারিত অংশের পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ দুই বছর আগে ভুল বানান সহ একটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবরকে হুবহু কপি করে কপিরাইট এড়াতে অযাচিতভাবে যতিচিহ্ন ব্যবহার করে নতুন করে প্রকাশ করা হয়েছে।
সুতরাং দুই বছর আগের নিউজ ভ্যালুহীন একটি পুরোনো খবরকে নতুন দিন তারিখ দিয়ে প্রকাশ করে নতুন করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।