সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচী প্রত্যাহারের বিজ্ঞপ্তিটি ভুয়া
সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহারের বিজ্ঞপ্তি দেয়া হয়নি বলে বুম বাংলাদেশকে জানিয়েছেন আসিফ মাহমুদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
৩ আগস্ট 'Supporters of Bangladesh Awami League' নামের একটি গ্রুপে ‘Abdul Malek’ নামের আইডি থেকে বিজ্ঞপ্তিটি পোস্ট করে বলা হয়, "আশা করছি মেঘ কেটে যাবে, আর সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে "কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আমরা দেইনি, এটা ভুয়া: সমন্বয়ক আসিফ" শিরোনামে ৩ আগস্ট প্রকাশিত ‘দ্য ডেইলি স্টার’ অনলাইনের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ভাইরাল বিজ্ঞপ্তিটি উল্লেখ বলা হয়, সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত কোনো বিবৃতি দেয়া হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক আসিফ মাহমুদের উদ্ধৃতি তুলে ধরে বলা হয়, "এটা ভুয়া। এমন কোনো বিবৃতি দেয়া হয়নি। এটা এডিটেড।" স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে "কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ভুয়া: সমন্বয়ক আসিফ" শিরোনামে 'যুগান্তরের' অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। শনিবার দুপুরে সংগঠনের সমন্বয়করা জানিয়েছেন, এ রকম কোনো বিবৃতি তারা দেননি।" স্ক্রিনশট দেখুন--
বিষয়টি আরও নিশ্চিত হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে এ ধরণের কোনো বিবৃতি তারা দেননি বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন তিনি। তিনি বলেন, "বিজ্ঞপ্তিটি ভুয়া। সরকারদলীয় নেতাকর্মীরা এডিট করে ভুয়া বিজ্ঞপ্তিটি ছড়াচ্ছে।"
অর্থাৎ সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কোনো বিবৃতি দেয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সুতরাং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারকে আল্টিমেটাম কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দিয়েছে বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।