শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি না থাকার খবরটি সঠিক নয়
শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বরাত দিয়ে একটি খবর শেয়ার করে দাবি করা হচ্ছে, এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করবে জেলা প্রশাসক-ডিসি ও উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও, কোন পরিচালনা কমিটি থাকবে না। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১২ আগস্ট 'Md Mhamudul Hasan Saju' নামের একটি ফেসবুক পেজ থেকে খবরটি শেয়ার করে লেখা হয়, "এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করবে ডিসি-ইউএনও, কোন পরিচালনা কমিটি থাকবে না। -মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সামাজিক মাধ্যমে শেয়ার করা তথ্যটি সঠিক নয়।
কি-ওয়ার্ড ধরে গুগলে সার্চ করে, মূলধারার সংবাদমাধ্যম দৈনিক দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে গত বুধবার (১৭ আগস্ট) "শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না তথ্যটি সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়" শিরোনামে একটি খবর খুঁজে পাওয়া যায়। বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর খবরটি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় খবরটি সঠিক নয় বলে নিশ্চিত করে। স্ক্রিনশট দেখুন--
খবরটি আরও বেশ কয়েকটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি বিষয় পরিষ্কার করেন। যেমন--
এক. ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
দুই. আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি।
তিন. জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে এই সংক্রান্ত কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি।
চার. শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।
অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ম্যানেজিং কমিটি থাকবে না বলে করা দাবিটি সঠিক নয়।
এই বিষয়ে আরো নিশ্চিত হতে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে বুম বাংলাদেশকে জানানো হয়, বিভ্রান্তি নিরসনে তাদের বক্তব্য বিজ্ঞপ্তি আকারে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সুতরাং শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ম্যানেজিং কমিটি থাকবে না বলে যে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, তা সঠিক নয়।