এডিটেড ছবি দিয়ে জাকির নায়েককে গ্রেফতারের খবর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ইসলামিক বক্তা জাকির নায়েক গ্রেফতার হননি বরং তাকে ওমানে রাষ্ট্রীয় আমন্ত্রণে বক্তৃতা দিতে দেখা গেছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভারত থেকে নির্বাসিত বহুল আলোচিত ইসলামী বক্তা ও বিতার্কিক ডা. জাকির নায়েককে গ্রেফতার করেছে, পুলিশ। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২৮ মার্চ 'AJ News24' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "এইমাত্র গ্রেফতার হলেন ডা: জাকির নায়েক"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টে দেখানো জাকির নায়েককে গ্রেফতারের ছবিটি এডিটেড। এছাড়াও, গণমাধ্যম এবং ডা. জাকির নায়েকের সামাজিক মাধ্যম থেকে নিশ্চিত হওয়া গেছে, জাকির নায়েক গ্রেফতার হননি বরং তিনি ওমানে রাষ্ট্রীয় আমন্ত্রণে বক্তৃতা দিতে বর্তমানে ওমানে অবস্থান করছেন।
আলোচ্য পোস্টে সংযুক্ত করা জাকির নায়েককে গ্রেফতারের ছবিটির কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে কাতারভিত্তিক গণমাধ্যম দ্য পেনিনসুলা এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২৮ আগস্ট 'Five rights activists held in nationwide swoop' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবির আসল ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কবি ও বামপন্থী কর্মী ভারারা রাওকে ২০১৮ সালের ২৮ আগস্ট হায়দারাবাদ থেকে গ্রেফতার করা হয়। স্ক্রিনশট দেখুন--
এবারে দ্য পেনিনসুলায় প্রকাশিত ছবি ও আলোচ্য পোস্টের ভিডিও থেকে নেয়া ছবির মধ্যে মিল দেখুন--
আরো সার্চ করে গত ২৫ মার্চ ভারতের গণমাধ্যম সিয়াসাতের ওয়েবসাইটে 'Zakir Naik busy in delivering lectures in Oman, Indian Media says possibility of arrest' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তারের বিষয়ে গুঞ্জন থাকলেও নির্বাসিত এই ইসলামী বক্তা (জাকির নায়েক) তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন, তার সমর্থকদের জানিয়েছেন যে তিনি বুধবার নিরাপদে ওমানে পৌঁছেছেন। মালয়েশিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তিনি ওমানের সুলতানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। (অনূদিত) স্ক্রিনশট দেখুন--
উক্ত সংবাদের সূত্র ধরে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইলে গত ৬ এপ্রিল 'High Court rejects Zakir Naik's bid to postpone defamation hearing following ongoing visits to Oman' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ডা. জাকির নায়েকের আইনজীবী দাতুক আকবরদিন আব্দুল কাদের নির্ধারিত তারিখে তার মক্কেলের অনুপস্থিতির কারণ দর্শিয়ে ৪ এপ্রিল শুনানি স্থগিতাদেশ মঞ্জুর করার জন্য আদালতে আবেদন করেন। তিনি সেখানে জানান, তার ক্লায়েন্ট রমজানকেন্দ্রিক বেশ কয়েকটি বক্তৃতায় অংশ নেওয়ার জন্য রাষ্ট্র কর্তৃক আমন্ত্রণ পেয়ে ওমানে আছেন। ওই প্রতিবেদনে আরো জানানো হয়, গত ২২ মার্চ ওমানে নিরাপদে পৌঁছনোর খবর দিয়ে জাকির নায়েক একটি ফেসবুক পোস্টও করেন। স্ক্রিনশট দেখুন--
জাকির নায়েকের ফেসবুক পোস্টটি দেখুন--
উল্লেখ্য, ভারতে জন্মগ্রহণ করা ইসলামী বক্তা ডা. জাকির নায়েক ২০১৬ সালে ভারতে থাকাকালে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। ২০১৭ সালে তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় গিয়ে এখন সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। পরবর্তীতে তার উপরে অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগ ওঠে। সম্প্রতি জাকির নায়েক মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাষ্ট্রীয় আমন্ত্রণে বক্তব্য দিতে সেদেশে গেছেন। এসময়, তাকে গ্রেফতার করে ভারতে পাঠিয়ে দিতে ভারতের পক্ষ থেকে ওমানকে অনুরোধ করা হয়। তবে, ওমান সেরকম কোনো পদক্ষেপ নিয়েছে এরকম কোনো সংবাদ কোনো দেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং এডিটেড ছবি দিয়ে ভিডিও বানিয়ে জাকির নায়েকের গ্রেফতারের খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।