টিউলিপের যুক্তরাজ্যের শিশুশিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী হওয়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, টিউলিপ সিদ্দিক ২০১৬ সালে যুক্তরাজ্যের শিশুশিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পান এবং বর্তমানে তিনি ভিন্ন দায়িত্ব পালন করছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের শিশুশিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী নিযুক্ত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৫ এপ্রিল 'MD Juwel' নামে একটি আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "ব্রিটিশ পার্লামেন্টের মানণীয় সংসদ সদস্য, রিজোয়ানা টিউলিপ সিদ্দিক কে, প্রাণঢালা অভিনন্দন, যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়া মন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য।" ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, টিউলিপ সিদ্দিক প্রায় ৭ বছর আগে ২০১৬ সালে যুক্তরাজ্যের শিশুশিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের শহর বিষয়ক মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
কি-ওয়ার্ড সার্চ করে ২০১৬ সালের ১১ অক্টোবর 'UK Labour Party: Tulip shadow minister for early years education' শিরোনামে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, টিউলিপ সিদ্দিক লেবার পার্টি থেকে ব্রিটেনের শিশুশিক্ষা মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনলাইন ভার্সনে ২০২১ সালের ৭ ডিসেম্বর "ব্রিটেনের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হলেন টিউলিপ সিদ্দিক" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনপ্রণেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, ২০১৬ সালে লেবার পার্টির শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। সেই সময় তিনি শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেন। স্ক্রিনশট দেখুন--
এনটিভির ওই প্রতিবেদনে টিউলিপ সিদ্দিকের করা একটি টুইটার পোস্ট যুক্ত করা হয়। ওই টুইটার পোস্টটিতে টিউলিপ সিদ্দিককে বলতে দেখা যায়, ৬ বছর ধরে শিশুশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরে নগর মন্ত্রণালয়ের শ্যাডো ইকোনোমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তিনি। টিউলিপ সিদ্দিকের টুইটার বায়োগ্রাফি সেকশনেও পাওয়া যায় একই তথ্য। টুইটার পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রাক-প্রাথমিক ও শিশুশিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়টি বেশ পুরোনো এবং বর্তমানে টিউলিপ সিদ্দিক নতুন দায়িত্ব পালন করছেন।
সুতরাং টিউলিপ সিদ্দিক ২০১৬ সালে ছায়া শিশুশিক্ষা মন্ত্রী হিসেবে যোগদানের পুরোনো সংবাদ নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।