ডা. আসিফের নামে প্রচারিত বাংলাদেশে মাঙ্কিপক্স রোগী শনাক্তের খবরটি ভুয়া
ডা. আসিফ বুম বাংলাদেশকে জানান ভাইরাল বক্তব্যটি তাঁর নয়, পাশাপাশি বিএসএমএমইউ-এর উপাচার্যও খবরটি নাকোচ করে দেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ডা. আসিফ ওয়াহিদ নামের এক চিকিৎসকের বরাতে দাবি করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৩মে 'Yasin Arafat- ইয়াসিন আরাফাত' নামের এক ফেসবুক পেজ থেকে লেখা হয়, "1st case of #Monkey_pox diagnosed in Bangladesh today in BSMMU. Be alert, Be safe! (বাংলাদেশে প্রথম মাংকি পক্স সনাক্ত!!!) Courtesy: Dr Asif Wahid"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ডা. আসিফ ওয়াহিদ এমন কোনো বক্তব্য দেননি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্তের খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
ফেসবুকে বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্তের খবরটি ছড়িয়ে পড়লে 'Asif Wahid' নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "আমার নামে Monkey pox নিয়ে যে পোস্ট ফেইসবুকে লিখা হচ্ছে তা আমার আইডি থেকে দেয়া না। এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।"। পোস্টটি দেখুন--
বুম বাংলাদেশের পক্ষ থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। ফেসবুকে তাঁর নামে বক্তব্যটি ছড়িয়ে পরার পরেই কেবল তিনি মাঙ্কিপক্স নিয়ে আগ্রহী হয়ে অনুসন্ধান করেছেন।
এদিকে, উদ্ভুত পরিস্থিতে মাঙ্কিপক্স নিয়ে মঙ্গলবার (২৪ মে) সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়েছে বলে ভাইরাল হওয়া পোস্টের দাবিটি অসত্য বলে জানান তিনি। জরুরি সংবাদ সম্মেলন নিয়ে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ঢাকা পোস্টের খবরের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্তের খবরটি ভিত্তিহীন এবং ডা. আসিফ ওয়াহিদের নামে প্রচার করা বক্তব্যটিও তাঁর নয়।
প্রসঙ্গত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ শেষ না হতেই ভাইরাস মাঙ্কিপক্স নামের আরেক সংক্রামক রোগের প্রাদুর্ভাবের খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসে বেশ কয়েকজন মানুষের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে গত মঙ্গলবার (২৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে, ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানিয়েছে।
সুতরাং বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্তের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।