বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের হাফেজ তাকরিমের দানের খবরটি সঠিক নয়
তাকরিমের শিক্ষক মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম অর্থদানের তথ্যটি সঠিক নয় বলে বুম বাংলাদশকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিমের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তাকরিম তার পুরস্কারের ৭১ লাখ টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের দান করেছেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ এপ্রিল "Tayaba Sultana" নামের একটি ফেসবুক আইডি থেকে হাফেজ তাকরিমের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে, "বিশ্ব জয়ী হাফেজ তাকরিম ১ম পুরস্কারের ৭১ লক্ষ টাকা বঙ্গ বাজারে ক্ষতি গ্রস্তদের মাঝে উৎসগ করলেন"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে দেখা যায়, গত ৫ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিমের প্রথম স্থান অর্জনের খবর দেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগেও হাফেজ তাকরিম একাধিক আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যলাভ করেছিলেন। তবে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে নানাভাবে সার্চ করেও তার পুরস্কারের অর্থ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দান করেছেন বলে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
খবরটি সম্পর্কে আরও নিশ্চিত হতে বুম বাংলাদেশের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিমের শিক্ষক মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেন। মুফতী মুরতাজা হাসান হাফেজ তাকরিমের সাথেই আছেন উল্লেখ করে তিনি বলেন, "বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য তাকরিম ব্যথিত। তবে তার পুরস্কারের অর্থ কিভাবে ব্যয় হবে তা এখনো পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়নি।"
অর্থাৎ হাফেজ সালেহ আহমদ তাকরিমের বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের দান করার খবরটি সঠিক নয়।
সুতরাং আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমদ তাকরিমের প্রথম স্থান অর্জনের পুরস্কারের অর্থ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের দান করার ভিত্তিহীন খবর প্রচার হচ্ছে সামাজিক মাধ্যমে।