ভাইরাল ইসলামি বক্তা তাহেরীর মৃত্যুর খবরটি গুজব
বুম বাংলাদেশ দেখেছে, আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী মারা যাননি বরং তিনি সুস্থ আছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৭ এপ্রিল 'Al Amin' নামের অ্যাকাউন্ট থেকে গিয়াস উদ্দিন তাহেরী'র ভিডিওটি রিলস হিসেবে পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "তাহেরী হুজুর!! নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন!! somoynews.tv"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
উক্ত ভিডিওতেও বলা হয়, "তাহেরি হুজুর ইন্তেকাল করেছেন"।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী মারা যাননি বরং একটি প্রাইভেট কারে বসে এর জানালা দিয়ে গাড়ির চাকার দিকে দেখার একটি দৃশ্যকে বিভ্রান্তিকরভাবে তুলে ধরে তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে।
প্রথমে পোস্টের দাবি অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন 'সময় টিভি' এর অনলাইনে এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি দেশের অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে তাহেরী'র 'Mufti Gias Uddin Tahery' নামের ভেরিফাইড পেজে "তাহেরী হুজুর না 'ফে/রা/র দেশে চলে গেলেন "মি/থ্যা, টাইটেল নিয়ে কী বললেন তাহেরী হুজুর" শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে তাহেরী নিজে উপস্থিত হয়ে তার মৃত্যুর খবরটি গুজব বলে জানান। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে পোস্টকৃত ভিডিওটির প্রিভিউ দেখুন--
উক্ত ভিডিওতে তিনি কোনো দুর্ঘটনার কবলে পড়েননি উল্লেখ করে তাহেরী জানান, ফেসবুকে প্রচারিত দৃশ্যটি তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি এলাকা থেকে ফেরার পথে তাকে বহনকারী গাড়ির চাকা কাদামাটিতে আটকে গেলে, গাড়ির জানালা খুলে তিনি গাড়ির চাকা দেখার সময় ধারণ করা হয় এবং তা বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়।
অর্থাৎ গিয়াস উদ্দিন তাহেরীর মারা যাওয়ার তথ্যটি সত্য নয় বরং তিনি বেঁচে আছেন।
সুতরাং সামাজিক মাধ্যমে গিয়াস উদ্দিন তাহেরী মারা গেছেন মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সত্য নয়।