অপারেশন জ্যাকপট সিনেমায় সিয়ামের অভিনয় করার খবরটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, অপারেশন জ্যাকপট সিনেমায় নিজের অভিনয়ের তথ্যটিকে মিথ্যা বলে জানিয়েছেন সিয়াম আহমেদ।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ এবং বিভিন্ন গ্রুপে খবরের লিংক পোস্ট করে বলা হচ্ছে, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করবেন সিয়ামসহ ১০ জন অভিনেতা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল ১৪ অক্টোবর বাংলাদেশি টেলিভিশন চ্যানেল আরটিভি'র ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Rtv News । সংবাদ’ থেকে "নতুন সিনেমায় অনন্ত, সিয়ামসহ ১০ নায়ক" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে দেওয়া লিংকে ক্লিক করে আরটিভি অনলাইনের বিস্তারিত খবরে দেখা যায়, এবার নতুন একটি সিনেমায় দেখা যাবে অনন্ত জলিল, সিয়ামসহ ১০ নায়ককে। সিনেমার নাম 'অপারেশন জ্যাকপট'। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। দেখুন--
এছাড়া একই দাবিতে সংবাদ প্রকাশ করেছে আরেক বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনও।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরের দাবিটি সঠিক নয়। 'অপারেশন জ্যাকপট' সিনেমায় নিজের অভিনয়ের তথ্যটি সঠিক নয় বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সিয়াম আহমেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, "অপারেশন জ্যাকপট সিনেমায় তিনি অভিনয় করছেন না"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফেসবুক পোস্টটি দেখুন--
এদিকে, সিয়াম আহমেদের পোস্টের সূত্র ধরে মূলধারার সংবাদমাধ্যম 'সমকাল' এর অনলাইন সংস্করণে "স্পষ্ট জানিয়ে দিয়েছি, এই ছবিতে অভিনয় করছি না: সিয়াম" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অপারেশন জ্যাকপট সিনেমায় অভিনয়ের খবরটি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন সিয়াম।
অর্থাৎ অপারেশন জ্যাকপট সিনেমায় অভিনয় করার তথ্যটি সত্য নয়।
সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে 'অপারেশন জ্যাকপট' সিনেমায় অভিনয় করবেন সিয়াম, এমন দাবি প্রচার করা হচ্ছে; যা সঠিক নয়।