সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধের খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালে সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধ হওয়ার পুরোনো খবর নতুন করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৬ অক্টোবর 'Md Jamal Hossen' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি রিলস ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "সৌদি আরব নিষিদ্ধ করলো তাবলীগ জামাত কে"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, সম্প্রতি ফেসবুকে পোস্ট করা হলেও খবরটি দুই বছর পুরোনো। ২০২১ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী ড. আব্দুল লাতিফ আল শেখ সৌদি আরবে তাবলীগ জামাতের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেন।
কি-ওয়ার্ড সার্চ করে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ২০২১ সালের ৬ ডিসেম্বর করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ সেদেশের আল আহবাব নামে পরিচিত তাবলীগী ও দাওয়াত কার্যক্রমের বিরুদ্ধে খুতবা দিতে নির্দেশ দিয়েছেন। টুইটার পোস্টটি দেখুন--
আরো সার্চ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের ওয়েবসাইটে ২০২১ সালের ১৩ ডিসেম্বর "Saudi bans Tablighi Jamaat, branded a ‘gate of terrorism’" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসের দ্বার আখ্যা দিয়ে তাবলীগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, প্রথম আলো, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, ডয়েচে ওয়েলে বাংলা, সিয়াসাত ডেইলি, দ্য এরাবিয়ান পোস্ট, মুসলিম মিররসহ দেশী ও বিদেশী গণমাধ্যমে ২০২১ সালে সৌদি আরবে তাবলীগ জামাতের কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নিষেধাজ্ঞার ব্যাপারে সংবাদ প্রচার করে।
অর্থাৎ সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধ হওয়ার খবরটি ২ বছরের পুরোনো।
সুতরাং সৌদি আরবে তাবলীগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করার পুরোনো সংবাদ নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।