মাওলানা মামুনুল হকের মুক্তির খবরটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, পৃথক পাঁচটি মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক জামিন পেয়েছেন তবে মুক্তি পাননি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ মে "BNC TV" নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "মুক্তি পেল মামুনুল হক। আ’লীগের বড়ে নেতাকে পিটিয়ে জখম"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক পাঁচটি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক জামিন পেয়েছেন, এখনো মুক্তি পাননি।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ৩ মে 'মামুনুল হক ৫ মামলায় জামিন পেলেন' শিরোনামে প্রকাশিত খবর থেকে জানা যায়, পৃথক পাঁচটি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক জামিন পেয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
পুনরায় সার্চ করে, বিডিনিউজ২৪ ডটকমে "দুই বছর পর পাঁচ মামলায় মামুনুলের জামিন, মুক্তি নয় এখনই" শিরোনামে ৩ মে প্রকাশিত আরও একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনেও ৫ মামলায় মামুনুল হকের জামিনের তথ্য উল্লেখ করা হয়েছে। আদালতে মামুনুল হকের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী করেন হেলাল উদ্দিন মোল্লা'র বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাঁচ মামলায় জামিন হলেও মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ফলে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। দেখুন--
অর্থাৎ মামুনুল হকের জামিনের খবরটি সঠিক কিন্তু অন্য মামলা থাকায় তিনি এখনো কারামুক্তি পাননি।
সুতরাং হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতা মামুনুল হকের জামিনের খবরকে তার কারামুক্তি লাভের দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।