কুয়েতের এক ব্যক্তির চার নারীকে একসাথে বিয়ে করার দাবিটি সত্য নয়
বুম বাংলাদেশ দেখেছে, কুয়েতের ওই ব্যক্তি একটি ব্রাইডাল প্রোমোশন অনুষ্ঠানে স্ত্রী ও তিনজন মডেলের সাথে ছবিগুলো ধারণ করেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিতে দৃশ্যমান কুয়েতের এক ব্যক্তি একসাথে ৪ জন নারীকে বিয়ে করেছেন। "কোনো মেয়েই তাকে বিয়ে করবে না" প্রাক্তন প্রেমিকার এমন কথার চ্যালেঞ্জ করে তিনি ৪ নারীকে একসাথে বিয়ে করেন বলে পোস্টে দাবি করা হয়। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৮ মে 'Shahadat Shawon' নামে একটি ফেসবুক আইডি থেকে ছবি সহ একটি ডিজিটাল কার্ড পোস্ট করে বলা হয়, "হতাশ হবেন না"। ওই কার্ডে দৃশত ৪ জন কনের সাথে এক ব্যক্তির সেফলি তোলার একটি ছবি পোস্ট করে লেখা হয়, "কুয়েতের এই ব্যক্তি একসাথে ৪জন মহিলাকে বিয়ে করেছেন। কারণ তার প্রাক্তন প্রেমিকা তাকে চ্যালেঞ্জ করে বলেছিল, কোনো মেয়েই তাকে বিয়ে করবেন না।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। কুয়েতের ওই ব্যক্তি একসাথে ৪ জন নারীকে বিয়ে করেননি বরং একটি ব্রাইডাল প্রোমোশন অনুষ্ঠানে আমিন নামের ২৮ বছরের ওই ব্যক্তি তার স্ত্রী খুলুদ এবং তিনজন মডেলের সাথে ছবিগুলো ধারণ করেছিলেন।
কি-ওয়ার্ড সার্চ করে বাহরাইনভিত্তিক গণমাধ্যম গালফ ডেইলি নিউজের ওয়েবসাইটে ২০১৬ সালের ২৬ জুন 'What led people to believe this Kuwaiti married four women in one night?' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, পোস্টে উল্লেখিত দাবিটি সেদেশের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ছবির ব্যক্তি নিজেই ঘটনাটিকে অসত্য বলে গণমাধ্যমকে জানান। কুয়েতের ২৮ বছর বয়সী আমিন নামের ওই ব্যক্তি তার স্ত্রী খুলুদকে নিয়ে একটি ব্রাইডাল প্রমোশন অনুষ্ঠানে যান। সেখানে নিজের স্ত্রী এবং ব্রাইডাল প্রমোশনের তিন মডেলের সাথে আলোচ্য ছবিসহ কয়েকটি ছবি ধারণ করেন তিনি। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে কুয়েতভিত্তিক অনলাইন পোর্টাল কুয়েত আপটুডেটের ওয়েবসাইটে 'The news regarding a Kuwaiti Man marrying four wives on the same night is false.' শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, পুরো বিষয়টি ছিল আসলে সালমিয়া নামক স্থানের একটি ব্রাইডাল শো যেখানে ওই ইভেন্টের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পোশাকে একজন পুরুষ এবং সাদা গাউনে ৪ জন সুন্দরী কনে ব্রাইডাল নকশা প্রদর্শনের জন্য উপস্থিত হন। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ব্রাইডাল শো-তে গিয়ে কুয়েতের ওই ব্যক্তির নিজ স্ত্রীসহ ৪ জন মডেলের সাথে তোলা ছবিকে ৪ নারীকে একসাথে বিয়ে এবং সেই ৪ স্ত্রীর সাথে তোলা ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।