শিহাবুল্লাহর ক্রোয়েশিয়ায় কুরআন তিলাওয়াতে তৃতীয় হওয়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৮ সালে ক্রোয়েশিয়ায় একটি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ শিহাবুল্লাহ তৃতীয় হন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু হাফেজ মুহাম্মাদ শিহাবুল্লাহ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১ অক্টোবর "Hafez Saleh Ahmed Takrim Official - হাফেজ সালেহ আহমেদ তাকরিম ✅" নামের একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "আমাদের আর একটা অর্জন.... অভিনন্দন তোমাকে- হাফেজ সিহাবুল্লাহ। মাত্র নয় বছর বয়সে বিশ্ব জয়। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ২৫-তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪৩টি দেশকে পিছনে ফেলে ৩য় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু হাফেজ মুহাম্মাদ শিহাবুল্লাহ।" পোস্টটিতে হাফেজ শিশু শিহাবুল্লাহর দুটি ছবিও যুক্ত করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
ফেসবুক পোস্টটিতে যুক্ত করা হাফেজ শিহাবুল্লাহর ছবি দুটি আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, হাফেজ শিহাবুল্লাহর ক্রোয়েশিয়া গিয়ে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার খবরটি চার বছরের পুরোনো। ২০১৮ সালের সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হাফেজ শিহাবুল্লাহ তৃতীয় স্থান লাভ করে।
কি-ওয়ার্ড সার্চ করে বার্তা২৪.কম নামে একটি অনলাইন পোর্টালে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর "ইউরোপের মাটিতে বাংলাদেশি শিশু হাফেজের বিরল সাফল্য" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। হাফেজ শিহাবুল্লাহর ছবিসহ প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, "ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে ৩য় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু হাফেজ শিহাবুল্লাহ।" স্ক্রিনশট দেখুন---
আরো সার্চ করে অনলাইন পোর্টাল জাগো নিউজে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর "বাংলাদেশি ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহর ইউরোপ জয়" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "কুরআনের ছোট্ট পাখি ৯ বছরের শিশু হাফেজ শিহাবুল্লাহ। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার ২৫তম আন্তর্জাতিক কুরাআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে ইউরোপ জয় করেছেন।" স্ক্রিনশট দেখুন--
এদিকে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ব্যাপারে জানতে সার্চ করে "Qur'an Competition Zagreb Croatia" নামে একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর "25th International Qur'an Competition Zagreb Croatia Live Stream" শিরোনামে প্রকাশিত একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ২ ঘন্টা ৫৭ মিনিট ২০ সেকেন্ড থেকে হাফেজ শিহাবুল্লাহকে কুরআন তেলাওয়াত করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ ৪ বছর আগে বাংলাদেশি হাফেজ শিহাবুল্লাহর ক্রোয়েশিয়ায় একটি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভের সংবাদকে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।