সৌদি আরবের খেলোয়াড়দেরকে রোলস রয়েস গাড়ি উপহারের খবরটি ভুয়া
সৌদি আরবের ফুটবল দলের খেলোয়াড় সালেহ আলশেহরি ফুটবলারদেরকে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার তথ্যটি সত্য নয় বলে জানিয়েছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে পরাজিত করায় সৌদি আরবের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে রোলস রয়েস গাড়ি উপহার দেবেন সৌদি আরবের সরকার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৪ নভেম্বর 'Robin Hosen' নামে একটি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "আকাশে উড়ছে সৌদি আরব! সবাই পাবে রোলস রয়েস গাড়ি!" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, চলমান বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে পরাজিত করায় সৌদি আরবের প্রত্যেক ফুটবলারকে একটি করে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার তথ্যটি সঠিক নয়। সৌদি আরবের জাতীয় দলের খেলোয়াড় সালেহ আলশেহরি নিজেই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন।
কি-ওয়ার্ড সার্চ করে গত ২৬ নভেম্বর আরব নিউজে 'Saudi national team footballer refutes Rolls-Royce prize rumors' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপের গ্রুপ স্টেজ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোয় সৌদি আরবের প্রত্যেক ফুটবলারকে একটি করে রোলস রয়েস উপহার দেওয়ার গুজবকে খণ্ডন করলেন সৌদি আরবের জাতীয় ফুটবল টিমের একজন খেলোয়াড়। স্ক্রিনশট দেখুন--
আরব নিউজের ওই প্রতিবেদনে যুক্ত থাকা একটি টুইটার পোস্ট খুঁজে পাওয়া যায়। 'GOAL Saudi Arabia - GOAL' নামের ওই ভেরিফায়েড টুইটার একাউন্টটির একটি পোস্টে সৌদি ফুটবলার সালেহ আলশেহরিকে একটি সংবাদ সম্মেলনে কথা বলতে শোনা যায়। ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সৌদি আরবের প্রত্যেক ফটবলারকে রোলস রয়েস উ[পহার দেওয়া হচ্ছে কি না প্রশ্ন করেন। তিনি আরও জানতে চান, এই ঘটনা সত্য কি না এবং সত্য হলে তিনি কোন রং পছন্দ করেছেন? জবাবে সালেহকে বলেন, "এটি সত্য নয়। আমরা এখানে এসেছি আমাদের দেশের সেবা করতে এবং আমরা সেটাই করছি। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।" টুইটার পোস্টটি দেখুন---
এছাড়াও, 'goalsaudiarabia' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টেও খুঁজে পাওয়া যায় ওই একই ভিডিও। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে পরাজিত করায় সৌদি আরবের খেলোয়াড়দেরকে রোলস রয়েস গাড়ি উপহার দেয়া হচ্ছে বলে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।