এমবাপ্পের 'ক্যামেল ফ্লুতে' আক্রান্ত হবার খবরটি ভিত্তিহীন
ফ্রান্সের কয়েকজন খেলোয়াড় ক্যামেল ফ্লুতে আক্রান্ত হবার খবর প্রকাশিত হলেও এমবাপ্পের আক্রান্ত হবার কোনো খবর পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে একটি অনলাইন পোর্টালের খবর শেয়ার করে দাবি করা হয়, ফাইনালের আগে ফ্রান্সের খেলোয়াড় এমবাপ্পে ক্যামেল ভাইরাসে আক্রান্ত। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ ডিসেম্বর 'সাথী আক্তার' নামের একটি ফেসবুক আইডি থেকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "ফাইনালের আগে ফ্রান্সের খেলোয়াড় এম বাপ্পে 'ক্যামেল ভাইরাস' আক্রান্ত"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন। অনলাইন পোর্টালের বিস্তারিত অংশের বিষয়বস্তুতে অপ্রাসঙ্গিক তথ্য জুড়ে দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এমবাপ্পের ক্যামেল ফ্লুতে আক্রান্ত হবার কোনো খবর প্রকাশিত হয়নি।
অখ্যাত অনলাইন পোর্টালের খবরের লিংকে ক্লিক করলে দেখা যায় বিষয়বস্তুতে ফরাসি ফুটবলার দায়োত উপামেকানো, আন্দ্রিয়া রাবিও ও কিংসলি কোমানের ক্যামেল ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে বলে তথ্য দেয়া হয়েছে। কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর দেখা যায়, আলোচ্য অনলাইন পোর্টালের বিষয়স্তুর অংশটি যমুনা টেলিভিশনের অনলাইন সংস্করণে গত ১৬ ডিসেম্বর "ফাইনালের আগে ফ্রান্স শিবিরে 'ক্যামেল ভাইরাস' আতঙ্ক" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে হুবহু কপি করা হয়েছে। যমুনা টিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদন ও অনলাইন পোর্টালের খবরটির পাশাপাশি তুলনা দেখুন--
সার্চ করার পর, আন্তর্জাতিক গণমাধ্যমে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে ফ্রান্স জাতীয় ফুটবল দলের একাধিক সদস্যের ক্যামেল ফ্লুতে আক্রান্ত হবার খবর প্রকাশিত হয়েছে। খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনে 'France camp hit by virus ahead of World Cup final vs. Argentina - sources' শিরোনামে প্রকাশিত খবর থেকে জানা যায়, সেমি-ফাইনালের আগে 'ক্যামেল ফ্লু'তে দুই ফরাসি তারকা ওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিও আক্রান্ত হয়েছিলেন। পরে আক্রান্ত হন আরেক ফুটবলার কিংসলে কোমান। গত ১৬ ডিসেম্বর আরও দুজন খেলোয়াড় রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতের আক্রান্ত হবার খবর পাওয়া যায়। তবে এসব সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো খবরেই এমবাপ্পের আক্রান্ত হবার কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি খবরে রাফায়েল ভারানের অনুশীলনে অংশ নেয়ার খবর প্রকাশিত হয়েছে। এখানেও নিশ্চিত করে বলা হয়নি তিনি আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা। তবে এমবাপ্পের অনুশীলনে অংশ নেয়া এবং মাঠে নামার ব্যপারে স্বাস্থ্য সংক্রান্ত কোনো শঙ্কা নেই।
ক্যামেল ফ্লু কি ?
মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোমকেই (এমইআরএস) সাধারণত ক্যামেল ফ্লু নামে পরিচিত। এটি মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস দ্বারা সৃষ্ট একটি ভাইরাল শ্বাসযন্ত্রের রোগ। প্রাণীদের মধ্যে উটই বেশি এই ভাইরাসে আক্রান্ত হয় বলে ভাইরাসটিকে এই নামে ডাকা হয়।
অনলাইন পোর্টালে প্রকাশিত ছবির উৎস
রিভার্স ইমেজ সার্চ করার পর, লা রাযন নামে একটি স্প্যানিশ সংবাদমাধ্যমে "Todos los secretos de la dieta y el "entrenamiento invisible" de Kylian Mbappé ( All the secrets of the diet and the "invisible training" of Kylian Mbappé)" শিরোনামে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্রকাশিত একটি ফিচার প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়, যা গত ১৭ মে বা চলতি বিশ্বকাপের আগে প্রকাশিত হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ছবিগুলো বিভিন্ন সময় এমবাপ্পের ইন্সটাগ্রাম একাউন্টে বিভিন্ন সময় পোস্ট করা হয়েছিল। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ক্যামেল ফ্লুতে আক্রান্ত হওয়ার খবরটি ভিত্তিহীন।
সুতরাং আজ (১৮ ডিসেম্বর) রাতে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের ফাইনালের আগে ফরাসি ফুটবলার এমবাপ্পেকে নিয়ে ভিত্তিহীন খবর অখ্যাত অনলাইনের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।