প্রবাসী হাদিউল হকের মৃত্যুর খবরটি এক বছর পুরোনো
২০২২ সালের আগস্ট মাসে সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসী হাদিউল হকের মৃত্যু সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে হাদিউল হক (৪৮) নামে এক প্রবাসী নিহত হওয়ার খবর প্রচার করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ মার্চ "Rana Taye" নামের একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের একটি লিংক পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা, "কাতার যাওয়া হলো না হাদিউলের, পথ থেকেই ফিরল নিথর দেহ"। অনলাইন পোর্টালের খবরের শিরোনামও একই। স্ক্রিনশট দেখুন--
অনলাই পোর্টালে প্রকাশিত খবরের বিস্তারিত অংশে লেখা হয়েছে, "সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘ’র্ষে হাদিউল হক (৪৮) নামে একজন নিহ’ত হয়েছেন। এ ঘটনায় আ’হত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের পাশে এ দুর্ঘটনা ঘটে।" অর্থাৎ এখানেই উল্লেখ আছে খবরটি গত আগস্ট মাসের।
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং এক বছর পুরোনো।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর দেখা যায়, অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি এক বছর পুরোনো খবর থেকে কপি করা। ২০২২ সালের ৯ আগস্ট দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে "দুবাই ফেরত যাওয়া হলো না হাদিউলের, সড়কে গেল প্রাণ" শিরোনামে সড়ক দুর্ঘটনায় হাদিউল হকের মৃত্যুর সংবাদটি প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, তৎকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে ঐ দুর্ঘটনাটি ঘটে। স্ক্রিনশট দেখুন--
খবরটি দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণেও প্রকাশিত হয়।
মূলত ২০২২ সালে প্রকাশিত এই খবরটিকেই হুবহু কপি করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে অনলাইন পোর্টাল ও ফেসবুক পোস্টগুলোতে।
অর্থাৎ এক বছর আগের একটি পুরোনো খবর কোনো তথ্য পরিমার্জন না করেই অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।