গাইবান্ধায় সংঘর্ষে ২৫ জনের মৃত্যুর তথ্যটি ভুয়া
গাইবান্ধায় জামায়াত-বিএনপি সংঘর্ষে মৃত্যুর তথ্যটি ভুয়া বলে নিশ্চিত করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসি মো. বাদশা আলম।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে, গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
১৭ ঘন্টা আগে 'MD Apurbo Sorkar Asp' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "🤲আলহামদুলিল্লাহ ✊🇧🇩💔 গাইবান্ধায় বিএনপি- জামায়াত সংঘর্ষ ২৫ জন শহিদ হয়েছেন, আহত ৪৫০ জন 😅"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, গাইবান্ধায় জামায়াত-বিএনপি সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও মৃত্যুর তথ্যটি সঠিক নয়। গণমাধ্যমে গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া, জামায়াত-বিএনপির সংঘর্ষস্থল গাইবান্ধার সাঘাটা থানার ওসি মো. বাদশা আলম বুম বাংলাদেশকে নিহত হওয়ার খবরটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন।
জামায়াত-বিএনপি সংঘর্ষের ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ২১ ডিসেম্বর "সাঘাটায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১০" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পল্টন মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। নিষেধ না মেনে ইসলামি জলসায় বিএনপির নেতার নাম দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা দি ডেইলি স্টার এবং ইত্তেফাকের অনলাইন ভার্সনের প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। তবে, সংঘর্ষে কয়েকজনের আহত হওয়ার কথা জানা গেলেও নিহতের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে সংঘর্ষে কারো মৃত্যু ঘটেছে কি-না জানতে গাইবান্ধার সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলমের সাথে যোগাযোগ করলে তিনি বুম বাংলাদেশ জানান, উক্ত সংঘর্ষের ঘটনায় কারো মৃত্যু হয়নি।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গাইবান্ধার সাঘাটায় বিএনপি বনাম জামায়াত সংঘর্ষ চলাকালে কয়েকজন আহত হলেও ২৫ জন নিহত হওয়ার তথ্যটি সঠিক নয়।
সুতরাং গাইবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষ চলাকালে ২৫ জন নিহত হওয়ার ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।