সম্প্রতি ইসরায়েলের রাজধানী ও বিমানবন্দরে হামলার দাবিটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালের আগস্ট মাসে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলার দাবি করেছিল আল কুদস বাহিনী।
সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ মুডে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, হামলা করে ইসরায়েলের রাজধানী এবং সেখানকার বিমানবন্দর ধ্বংস করে দেওয়া হয়েছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৫ ফেব্রুয়ারি 'Nayeem ELLI' নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভ মুডে একটি ভিডিও প্রচার করা হয় যার ক্যাপশনে লেখা, "এই প্রথম ইসরাইল ধা-ক্কা খেল। ইসরাইলের ধাচিয়া উড়াই দিল || তেলআবিব ও বিমানবন্দর শেষ || ধন্যবাদ ইরান"। এছাড়া ভিডিওটির মধ্যে লেখা রয়েছে, "ইসরাইলের রাজধানী ও বিমানবন্দরে হা-ম-লা"। ফেসবুক পোস্টের স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী এবং সেখানকার বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সম্প্রতি ইসরায়েলের রাজধানী ও কোনো বিমানবন্দরে হামলার দাবিটি সঠিক নয়। তবে ২০২২ সালের আগস্টের প্রথম সপ্তাহে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলার দাবি করেছিল ইরানের আল কুদস বাহিনী। যদিও এই দাবিকে নাকচ করে দেয় ইসরায়েলের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ।
আলোচ্য পোস্টের ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওটির উপস্থাপককে ৪০ সেকেন্ডে একটি অস্পষ্ট তারিখের দৃশ্যত খবরের স্ক্রিনশট যুক্ত করে ১ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত করে বলতে শোনা যায়, "সামরিক শাখার কয়েকজন কমান্ডার ইসলামিক জিহাদ নামে একটি গ্রুপ আছে যারা ইসরায়েলের কাছে সন্ত্রাসী গ্রুপ হিসেবে পরিচিত, এদেরকে ধরপাকড়ের নামে যেই অভিযান চালাচ্ছে, তাতে সেই অভিযানে সাধারণ মানুষ মারা যাচ্ছে। আর এটা নিয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল, তুরস্ক হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু দিনশেষে এবার খেলা শুরু হইছে। খেলা শুরু হইছে কীভাবে? খেলা শুরু হইছে, এবারে, ইসরায়েলের রাজধানী তেলআবিব এবং ইসরায়েলের প্রধান একটা বিমানবন্দর বেন গুরিয়ান। ওই দুই জায়গায় রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড।" ভিডিওতে সংযুক্ত স্ক্রিনশটের স্ক্রিনশট দেখুন--
ছবিটি থেকে কি-ওয়ার্ড নিয়ে সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের ওয়েবসাইটে ২০২২ সালের ৭ আগস্ট হুবহু একই শিরোনামে প্রকাশিত একটি খবর পাওয়া যায়। 'ইসরাইলের তেলআবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা' শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই প্রতিবেদনটি থেকে স্ক্রিনশট নিয়েই ভিডিওটিতে সংযুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
যুগান্তরের এই প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের আগস্ট মাসে ইসরাইলের রাজধানী তেলআবিব এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসরাইলের বিভিন্ন স্থান লক্ষ্য করে সংগঠনটি শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলেও জানা যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা ইনকিলাবের ওয়েবসাইটেও এই একই সংবাদ খুঁজে পাওয়া যায়।
তবে আরও অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ বেন গুরিয়ান বিমানবন্দরে আল কুদসের হামলার দাবিকে তখনই নাকচ করে দিয়েছিল। স্ক্রিনশট দেখুন--
তবে, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান চালিয়েও সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেলআবিব এবং বিমানবন্দর বেন গুরিয়ানে হামলা করে ধ্বংস করে দেওয়ার কোনো সংবাদ ইসরায়েলের স্থানীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
বুম বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দ্য টাইমস অব ইসরায়েলের সাংবাদিক লিন্ডা আমার জানিয়েছেন, দেশটির রাজধানী ও বিমানবন্দরে হামলার খবরটি সত্যি নয়।
সুতরাং সম্প্রতি ইসরায়েলের রাজধানী এবং বিমানবন্দরে হামলা করে ধ্বংস করে দেওয়ার ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।