মোহাম্মদ নবীর টাকায় আফগানিস্তান টিমের টি-২০ বিশ্বকাপ খেলার খবরটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে Sediki Grup আফগানিস্তান ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর ছিলো।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দাবি করা হচ্ছে, তালেবানরা স্পন্সর না করায় মোহাম্মদ নবীর টাকায় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে গেছে আফগানিস্তান ক্রিকেট দল। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২ নভেম্বর "ক্যাম্পাসিয়ান পরিবার (প্রাইভেট ইউনিভার্সিটি)" নামের একটি ফেসবুক গ্রুপে "Kazi Niaz Uddin" আইডি থেকে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ নবীর ছবি পোস্ট করে লেখা হয়, "তালিবানরা স্পন্সর না করায় মোহাম্মদ নাবীর টাকায় ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে আফগানিস্তান দল। আর আমাদের কারনে পাওয়া স্পন্সরশীপ ডিল থেকে লাখ লাখ টাকা বেতন নিয়ে ১৪ বছরে ১ টা ম্যাচ জিতে আমাদেরই আয়নায় চেহারা দেখতে বলে সেই লোকেরা যাদের জন্য এই আফগানদের এট্যাক করে বসি আমরা সবসময়। কারা দেশের জন্য খেলে আর কারা পেইনকিলার নিয়ে খেলে সেই হিসাব যদি নিতে চায় তাহলে মোহাম্মদ নাবীর আয়নায় নিজেদের একবার দেখা উচিত।" স্ক্রিনশট দেখুন--
সার্চ করার পর, এর আগেও একই দাবি ফেসবুকে প্রচারিত হতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি ভিত্তিহীন।
সার্চ করার পর দেখা যায়,গত মাসের ১৪ অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার হ্যান্ডেল থেকে Sediki Grup কে আফগানিস্তান ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। টুইটটি দেখুন--
ফেসবুক পোস্টটি দেখুন--
বিস্তারিত সার্চের পর, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবাসাইটে আফগানিস্তান ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সরশিপের জন্য আহ্বান করা টেন্ডার বিজ্ঞপ্তি টি খুঁজে পাওয়া যায়, যা জুন মাসে একবার এবং সেপ্টেম্বর মাসে পুনরায় আহ্বান করা হয়েছিলো। ১৬ জুন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করা টুইটটি দেখুন--
জুন মাসে এবং সেপ্টেম্বর মাসে আহ্বান করা টেন্ডার বিজ্ঞপ্তি দুটি দেখুন এখানে এবং এখানে। আফগানিস্তান ক্রিকেট দলের জার্সিতেও Sediki Grup এর লোগো দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি একাধিকবার সার্চ করেও অধিনায়ক মোহাম্মদ নবীর টাকায় আফগানিস্তান দল ক্রিকেট দলের টি ২০ বিশ্বকাপ খেলা সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। বরং টি২০ বিশ্বকাপে আফগানিস্তান প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় লাভ করার পর তালেবান সরকারের অন্যতম মুখপাত্র সুহাইল শাহিনকে টুইটারে দলকে অভিনন্দন জানাতে দেখা যায়।
অর্থাৎ অধিনায়ক মোহাম্মদ নবীর টাকায় আফগানিস্তান দল ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপ ২০২১ খেলার খবরটি বিভ্রান্তিকর।