ছবির ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছেলে নন
পুতিনের সাথে করমর্দনকারী ব্যক্তির নাম কর্নেল আর্টেম ঝোগা, যার ছেলে রুশ কমান্ডার ভ্লাদিমির ঝোগা সম্প্রতি যুদ্ধে নিহত হন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর ছেলের সাথে সাক্ষাৎ করছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ মে 'Shahadat Hossainn' নামের ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে লেখা হয়, "যোগ্য পিতার যোগ্য সন্তান! ভ্লাদিমির পুতিন ও ভ্লাদিমির যোগা।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি বিভ্রান্তিকর। রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে করমর্দনকারী ব্যক্তির নাম কর্নেল আর্টেম ঝোগা, যার ছেলে রাশিয়ান সামরিক বাহিনীর একটি ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, নাম ভ্লাদিমির ঝোগা। গত মার্চ মাসে রুশ-ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির ঝোগা ইউক্রেনে নিহত হন।
রিভার্স ইমেজ সার্চ করে, ছবিটি রাশিয়ান প্রেসিডেন্টের অফিশিয়াল ওয়েবসাইট kremlin.ru-এ খুঁজে পাওয়া গেছে। গত ৯ মে "Meeting with father of Hero of Russia Vladimir Zhoga" শিরোনামে প্রকাশিত সাক্ষাৎকার সম্পর্কিত ওই নিবন্ধে বলা হয়, গত মার্চ মাসে পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরে স্পার্টা ব্যাটালিয়ন নামে রাশিয়ান একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেয়ার সময় নিহত কমান্ডার ভ্লাদিমির ঝোগার পিতার সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেছেন। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, স্টক ছবির ওয়েবসাইট iIMAGO-তেও উক্ত সাক্ষাৎকারের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। স্ক্রিনশট দেখুন--
কর্নেল আর্টেম ঝোগার সাথে রাশিয়ান প্রেসিডেন্টের সাক্ষাতের খবরটি আন্তজার্তিক সংবাদমাধ্যম রয়টার্সেও প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মারিয়া পুতিনা ও কাতেরিনা টিখোনোভা দুজন কন্যার কথা উল্লেখ আছে। তার কোনো পুত্র সন্তানের কথা একাধিকবার সার্চ করেও নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং রুশ-ইউক্রেন যুদ্ধে নিহত একজন রুশ কমান্ডারের পিতার ছবিকে প্রেসিডেন্ট পুতিনের ছেলে বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।