সাকিবের অটোগ্রাফ নিয়ে ভাইরাল হওয়া শিশুটি তামিমের ছেলে নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ভিডিওতে থাকা শিশুটির নাম হাসান সাবিত আর তামিম ইকবালের ছেলের নাম আরহাম ইকবাল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একজন শিশুকে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের অটোগ্রাফ দেওয়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, শিশুটি বাংলাদেশি আরেক ক্রিকেটার তামিম ইকবালের ছেলে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৫ ফেব্রুয়ারি 'SN Creation' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি রিল ভিডিও পোস্ট করে এর ওপরে লেখা হয়, "সাকিবকে দেখতে পেয়ে দৌড়ে গেলো তামিমের ছেলে। তামিমের ছেলে দিলো বিস্কুট, সাকিব দিলেন অটোগ্রাফ ও বল।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। সাকিব আল হাসানের অটোগ্রাফ নেওয়া যে শিশুটিকে তামিমের ছেলে হিসেবে দাবি করা হচ্ছে; প্রকৃতপক্ষে শিশুটির নাম হাসান সাবিত। যিনি সাকিবের একজন ক্ষুদে ভক্ত, তামিমের ছেলে নন।
কি-ওয়ার্ড সার্চ করে খেলাধুলাভিত্তিক সংবাদ মাধ্যম বিডি ক্রিকেট টাইমের ইউটিউব চ্যানেল 'BDCricTime Bulletin'-এ "শিশুর সাথে শিশু হয়ে গেলেন সাকিব, ক্ষুদে ভক্তের স্বপ্নপূরণের পর মজার কথায় ফিরিয়ে দিলেন চকলেট" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনের ভিডিও ফুটেজের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে শিশুটির পরিচয় হিসেবে বলা হয়, "তার নাম হাসান সাবিত। তিনি সাকিব আল হাসানের একজন ক্ষুদে ভক্ত।" ভিডিও প্রতিবেদনটিতে শিশুটির ব্যাপারে বিস্তারিত তথ্য না থাকলেও তার সঙ্গে তামিম ইকবালের সম্পর্কের কথা কোথাও বলা নেই। ভিডিওটি দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে "চকলেট খেলে দাঁত পড়ে যাবে বলে ক্ষুদে ভক্তের সাথে সাকিবের খুনসুটি" শিরোনামে টি-স্পোর্টর্সের ইউটিউব চ্যানেলে একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওটির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। এখানেও শিশুটিকে তামিমের ছেলে হিসেবে পরিচয় দেওয়া হয়নি। স্ক্রিনশট দেখুন--
সংবাদমাধ্যমগুলোতে কোথাও শিশুটির বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। তবে, শিশুটির সঙ্গে তামিম ইকবালের কোনো সম্পর্কের কথাও উল্লেখ করা নেই।
কি-ওয়ার্ড সার্চ করে "কেমন আছে তামিমের ছেলে" শিরোনামে সময় টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে তামিমের ছেলের নাম হিসেবে উল্লেখ করা হয়--আরহাম ইকবাল। অন্যদিকে ভাইরাল ভিডিওটির শিশুটির নাম সাবিত হাসান। প্রতিবেদনটিতে তামিমের সঙ্গে তার ছেলের একটি ছবিও পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
ভাইরাল হওয়া শিশুটি (বামে) এবং তামিম ইকবালের ছেলের (ডানে) ছবি দেখুন পাশাপাশি--
অর্থাৎ সাকিব আল হাসানের অটোগ্রাফ দেওয়া ভাইরাল শিশুটি তামিম ইকবালের ছেলে নন।
সুতরাং সাকিবের অটোগ্রাফ দেওয়া শিশুটিকে তামিমের ছেলে দাবি করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।