কার্টুন নেটওয়ার্ক চ্যানেল বন্ধের তথ্যটি গুজব
বুম বাংলাদেশ দেখেছে, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার খবরটি সঠিক নয় বলে জানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বিশ্বখ্যাত এনিমেটেড কার্টুন শো ভিত্তিক টেলিভিশন চ্যানেল কার্টুন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১১ জুলাই 'চারুলতার প্রেম' নামের একটি ফেসবুক পেজে বিশ্বখ্যাত কার্টুন চ্যানেল কার্টুন নেটওয়ার্কে প্রদর্শিত এনিমেটেড কার্টুন শোগুলোর চরিত্রের আদলে তৈরি ছবি দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে বলা হয়, "BREAKING: Cartoon Network has officially shut down 😢 Thank you for making our Childhood awesome."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার দাবিটি সঠিক নয়। মূলত, কোভিড পরবর্তী সময়ে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের সাথে যুক্ত কর্মীদের সাথে ঘটা বৈষম্যের প্রতিবাদে #RIPCartoonNetwork লিখে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করার ট্রেন্ড চালু করা হয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে চ্যানেলটি বন্ধ হয়ে যাচ্ছে এরকম গুজব ছড়িয়ে পড়ে।
কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি বন্ধ হচ্ছে কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দা সানের ইউএস এডিশনে গত ১০ জুলাই "IN CRISIS Warner Brothers confirm Cartoon Network’s future as fans cry ‘say it ain’t so’ after cancellation rumors swirl" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি বন্ধের তথ্যটি গুজবমাত্র। Animation Workers Ignited নামে একটি এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে করা একটি পোস্ট থেকেই মূলত গুজবটির উৎপত্তি বলেও জানায় চ্যানেলটি। এছাড়াও, কার্টুন নেটওয়ার্ক চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের কার্যক্রম বন্ধ হচ্ছে না বলে নিশ্চিত করেছে। স্ক্রিনশট দেখুন--
দা সানের প্রতিবেদন থেকে পাওয়া সূত্রে Animation Workers Ignited নামে ওই এক্স একাউন্টে গিয়ে একটি টুইটার পোস্ট খুঁজে পাওয়া যায়। টুইটার পোস্টটিতে বলা হয়, "কার্টুন নেটওয়ার্ক কি মৃত? এনিমেশনের জগতের জন্য বিপদগুলো জানিয়ে দিন। #RIPCartoonNetwork লিখে আপনার প্রিয় কার্টুন নেটওয়ার্ক শো-টির নাম লিখুন।... (অনূদিত)"। মূলত, ওই টুইটার পোস্টটি থেকে হ্যাশট্যাগ RIPCartoonNetwork লিখে টুইট করার একটি ট্রেন্ড চালু হয়ে যায়। সেখান থেকেই কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি বন্ধ হয়ে যাচ্ছে এরকম গুজব ছড়িয়ে পড়ে। টুইটার পোস্টটিতে বলা হয়, কোভিড পরবর্তীকালে এনিমেশন ওয়ার্কারদের ছাঁটাই করা, প্রজেক্ট বন্ধ করে দেওয়াসহ কাজের ক্ষেত্র ব্যাহত হওয়ার প্রতিবাদে ওই ট্রেন্ড চালু করার আহ্বান করা হয়। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে দি ইকোনোমিক টাইমস, ইন্ডিয়া টাইমস, সিএনবিসিটিভির ওয়েবসাইট থেকেও জানা যায় একই তথ্য। অন্যদিকে, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলকেও সম্প্রতি নতুন কিছু প্রজেক্টের সাথে যুক্ত হতে দেখা গেছে।
অর্থাৎ কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি বন্ধ হওয়ার তথ্যটি সঠিক নয়। মূলত একটি হ্যাশট্যাগ ট্রেন্ডকে কেন্দ্র করে উক্ত গুজবটি ছড়িয়ে পড়ে।
সুতরাং জনপ্রিয় কার্টুন চ্যানেল কার্টুন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।