উত্তরায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি বোমা বিষ্ফোরণের নয়
বুম বাংলাদেশ দেখেছে, বোমা বিষ্ফোরণ নয়; গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টেলিভিশনের লোগোযুক্ত একটি অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, উত্তরায় রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ ডিসেম্বর ‘Muhammad Hossen’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ বোমা বিস্ফোরণ! বাংলাদেশের এ এক নতুন পরিচয়!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি রাজধানীর উত্তরায় লাভলীন বাংলা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা। সিলিন্ডার বিষ্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে; বোমা বিষ্ফোরণ বা বোমা হামলার ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট কি ওয়ার্ড সার্চ করে “উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণের ভিডিও” শিরোনামে ‘যমুনা টেলিভিশনের’ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। যদিও ভিডিওটির কোথাও বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ্য করা নেই। ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে যমুনা টিভির অনলাইন ভার্সনে “উত্তরায় রেস্তোরাঁতে আগুন: আহত অবস্থায় উদ্ধার ৭” শিরোনামে একটি প্রতিবেদন খুজে পাওয়া যায়। যেখানে বলা হয়, “উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন নামক একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণ হতে দেখা গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।” প্রতিবেদনটির কোথাও বোমা বিষ্ফোরণের কথা উল্লেখ নেই। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে “উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট” শিরোনামে দৈনিক পত্রিকা ‘ঢাকা ট্রিবিউনের’ অনলাইন ভার্সনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে রাজধানীর উত্তরায় লাভলীন বাংলা রেস্টুরেন্টে বোমা বিষ্ফোরণের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে উল্লেখ্য নেই। তবে, অগ্নিকাণ্ডের ঘটনাটি সিলিন্ডার বিষ্ফোরণের মাধ্যমে ঘটেছে বলে ধারণা করা যায় বলে উল্লেখ্য করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি একই সার্চে “উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন-বিস্ফোরণ: নিয়ন্ত্রণে ফায়ারের ১২ ইউনিট, জীবিত উদ্ধার ৭” শিরোনামে ঢাকা টাইমসের ‘ওয়েবসাইটে’ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, “প্রথমে কালো ধোঁয়ার কুণ্ডুলী বের হতে থাকে। পরবর্তীতে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণে ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।” প্রতিবেদনে কোথাও বোমা বিষ্ফোরণের কথা উল্লেখ্য নেই। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ উত্তরায় লাভলীন বাংলা রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডের ঘটনাটি বোমা বিষ্ফোরণ বা বোমা হামলার ঘটনার নয়।
সুতরাং উত্তরার রেস্টুরেন্টে ভয়াবহ বোমা বিষ্ফোরণ ঘটেছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।