পূজামণ্ডপে আগুন লেগে মৃত্যুর ঘটনাটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যে দুর্গাপূজার এক মণ্ডপে অগ্নিকাণ্ডে তিন শিশু ও দুই নারীর মৃত্যু হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, দুর্গাপূজার এক মণ্ডপে অগ্নিকাণ্ডে তিন শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩ অক্টোবর "MD Shamim Reja" নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "ব্রেকিং নিউজ---------পূজা প্যান্ডেলে অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু, বিস্তারিত আসছে।"। পূজামণ্ডপে অগ্নিদুর্ঘটনার ব্যাপারে পোস্টে বিস্তারিত উল্লেখ না থাকায় ঘটনাটি বাংলাদেশের ধারণা করে অনেক ফেসবুক ব্যবহারকারীকে কমেন্ট করতে দেখা গেছে। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, দুর্গাপূজার মণ্ডপে অগ্নিকাণ্ডে তিন শিশু ও দুই নারীর মৃত্যুর ঘটনাটি বাংলাদেশের নয়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ভাদোহী শহরে দুর্গাপূজার এক মণ্ডপে অগ্নিকাণ্ডের ফলে তিন শিশু ও দুই নারীর মৃত্যু হয়।
ভাইরাল পোস্টগুলোর কয়েকটিতে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির রেফারেন্স যুক্ত করা থাকায় সার্চ করে সময় টিভির অনলাইন ভার্সনে গত ৩ অক্টোবর "ভারতে পূজামণ্ডপে অগ্নিকাণ্ড, পাঁচজনের মৃত্যু" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। পোস্টগুলোতে যুক্ত ছবিটিও ওই প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ভারতের গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে বলা হয়েছে, "ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূজার এক মণ্ডপে অগ্নিকাণ্ডে তিন শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬৬ জন।" স্ক্রিনশট দেখুন--
দূর্ঘটনাস্থলের ব্যাপারে নিশ্চিত হতে আরো সার্চ করে ভারতের উত্তর প্রদেশ রাজ্য ভিত্তিক অনলাইন পত্রিকা Nhp News-এ গত ৩ অক্টোবর "Bhadohi Fire: This was the biggest reason for Bhadohi Durga Puja pandal fire, death toll was five, 68 scorched – NHP NEWS" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর প্রদেশ রাজ্যের ভাদোহি শহরে দূর্গাপূজা প্যান্ডেলে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু ও আরো ৬৮ জন আহত হয়েছে। স্ক্রিনশট দেখুন---
আরো সার্চ করে ভারতীয় আরেকটি গণমাধ্যম ইন্ডিয়া পোস্টের ইংলিশ ভার্সনে গত ৩ অক্টোবর "The fire burnt everything, only the statue of Maa Durga remains… Bhadohi Durga Pandal Fire Ground Report Death toll casualties maa durga lclv" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ভারতের কয়েকটি গণমাধ্যম যেমন, ইন্ডিয়া টুডে, টাইমস নাউ, হিন্দুস্তান টাইমস এবং দি হিন্দু পত্রিকাতেও ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ভাদোহি শহরের অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করে।
সুতরাং ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পুজামণ্ডপের অগ্নিদূর্ঘটনাকে বিভ্রান্তিকর বর্ণনায় প্রচার করা হচ্ছে ফেসবুকে।