বন্যায় রাস্তায় কুমির আসার ঘটনাটি সিলেটের নয়
বুম বাংলাদেশ দেখেছে, রাস্তায় জমে থাকা বন্যার পানিতে কুমির আসার ঘটনাটি ২০১৯ সালের, ভারতের গুজরাটের বন্যার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বন্যায় জলাবদ্ধ রাস্তায় কুমির উঠে আসার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সিলেটে বন্যার পানিতে রাস্তায় কুমির উঠে এসেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৪ জুন 'Siraj Sikder' নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, 'সিলেটে বন্যার পানিতে কুমির'। ভিডিওটিতে ১ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত দেখা একই ভিডিও ৩১ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত পুনরায় দেখানো হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি সিলেটের নয় বরং ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরা এলাকায় বন্যার পানিতে রাস্তায় ২০১৯ সালে কুমির উঠে আসার ঘটনার।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স সার্চ করলে 'DeshGujaratHD' নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন খুঁজে পাওয়া যায়। 'Stray crocodile captured by Agniveer Pranin foundation during Vadodara flood' শিরোনামে ২০১৯ সালের ৩১ শে আগস্ট ভিডিওটি আপলোড করা হয়। উক্ত ইউটিউব ভিডিওটির ৩৫ সেকেন্ড থেকে ১ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত ৩০ সেকেন্ডের ভিডিও কেটে নিয়ে আলোচ্য ফেসবুক পোস্টের ভিডিওটি তৈরি করা হয়েছে। ইউটিউবে ভিডিওটির দীর্ঘ ভার্সনটি দেখুন--
ইউটিউব ভিডিওর ১ মিনিট ২ সেকেন্ড থেকে নেয়া স্ক্রিনশট ও আলোচ্য ফেসবুক ভিডিওর ২৭ সেকেন্ড থেকে নেয়া স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--
এর সুত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ২০১৯ সালে গুজরাটের বন্যায় রাস্তায় কুমির উঠে আসার খবর ভারতীয় সম্প্রচার মাধ্যম NDTV তে খুঁজে পাওয়া গেছে। ২০১৯ সালের ৪ আগস্ট NDTV তে প্রকাশিত 'Watch: Chilling Crocodile Rescue From Flooded Street In Gujarat' শিরোনামের এক ভিডিও প্রতিবেদনে বলা হয়, গুজরাটে ভারি বর্ষণের ফলে সেখানকার রাস্তায় অসংখ্য কুমির উঠে আসে এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। ওই ভিডিও প্রতিবেদনের ভিডিও অংশে ইউটিউবে প্রচারিত দীর্ঘ ভিডিওটির শেষাংশ দেখা যায়। NDTV এর খবরের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ফেসবুক পোস্টের ভিডিওটি ভারতের গুজরাটে ২০১৯ সালের ভারী বর্ষণের পরে আশেপাশের জলাশয় থেকে একাধিক কুমির আবাসিক এলাকার রাস্তায় চলে আসার ঘটনার।
সুতরাং ভারতের গুজরাট রাজ্যে ২০১৯ সালের বন্যায় রাস্তায় কুমির উঠে আসার ঘটনার একটি পুরোনো ভিডিওকে সিলেটের সাম্প্রতিক বন্যার বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।